ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মঙ্গলবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। এরপরেই জানা গেল আগামী ১৭ অক্টোবর এ টুর্নামেন্টে ব্যাট-বলের লড়াই শুরু হবে। এদিনেই নিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ স্কটল্যান্ড।
আগামী ১৯ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ওমানের বিপক্ষে। আর ২১ অক্টোবর টাইগাররা খেলবে পাপুয়া নিউ গিনির বিপক্ষে।
বাংলাদেশ এবার প্রথম পর্বে খেলবে ‘বি’ গ্রুপে। সেখানে দলটির প্রতিপক্ষ রয়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান।
‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভে খেলবে গ্রুপ-২ এ খেলবে বাংলাদেশ। এই গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এছাড়াও সেখানে রয়েছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। ‘এ’ গ্রুপের রানার-আপ দলও খেলবে এই গ্রুপে।
আগামী ১৪ নভেম্বর ফাইনাল হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।
Discussion about this post