ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সদ্যই শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ব্যাট-বল হাতে উজ্জ্বল ছিলেন উঠতি তরুণরা। কিন্তু নিকট ভবিষ্যতে বাংলাদেশের কোনো টি-টোয়েন্টি ম্যাচই নেই। আছে ওয়ানডে। তাই তাদের পারফরম্যান্সের রাতারাতি মূল্যায়নও অনেকটা অসম্ভব বলে মনে করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
টি-টোয়েন্টি পারফরম্যান্স দিয়ে ওয়ানডে স্কোয়াড বাছাই কঠিন বলে মনে করেন নান্নু। এ ব্যাপারে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের পারফরম্যান্স দেখে ওয়ানডে সেটআপের দল সাজানো কঠিন। তবে এটাও সত্যি যে স্থানীয় খেলোয়াড়রা অনেক দিন পর টি-টোয়েন্টি খেলতে নেমেছে এবং কেউ কেউ প্রথমবারের মত খেলেছে। তারা নির্ভয়ে খেলেছে। এইচপির ছেলেরাও ভালো করেছে।’
ঘরের মাঠে আসন্ন ক্যারিবীয় সিরিজের স্কোয়াডে নতুন মুখ থাকার সম্ভাবনা কম, ‘৭ জানুয়ারি অনুশীলন শুরু হবে। আমরা তাই আগামী মাসের শুরুতে স্কোয়াড ঘোষণা করব। মহামারির পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের ওয়ানডে স্কোয়াড হবে ১৭ সদস্যের।’
নতুন বছরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা করবে বিসিবি। এমনটাই জানিয়েছেন নান্নু।
Discussion about this post