ক্যারিবিয়ান অঞ্চলে আয়োজিত নতুন টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট ম্যাক্স সিক্সটি লিগে এবার মাঠে নামছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। শুধু খেলার জন্য নয়, এই লিগে তিনি পাচ্ছেন বিশেষ দায়িত্বও। মায়ামি ব্লেজ দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে তার হাতে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক অফিসিয়াল বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে দলটি।
আজ থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা, যার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জুলাই। তার আগের দিন রাত পর্যন্ত সাকিব খেলেছেন আরেক আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি আসর, গ্লোবাল সুপার লিগে। সেখানে দুবাই ক্যাপিটালস দলের হয়ে চারটি ম্যাচে অংশ নিয়েছেন তিনি। পরের দিনই তার মায়ামি ব্লেজ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।
গ্লোবাল সুপার লিগে সাকিবের পারফরম্যান্স ছিল মিশ্র। প্রথম ম্যাচেই সেন্ট্রাল ডিসট্রিক্টের বিপক্ষে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন তিনি। ব্যাট হাতে ৩৭ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ১৩ রানে নিয়েছেন চারটি উইকেট। তার এই পারফরম্যান্সেই জয়ের দেখা পেয়েছিল দুবাই ক্যাপিটালস, যা ছিল তাদের একমাত্র জয়।
পরবর্তী তিন ম্যাচে সাকিব তেমন উজ্জ্বল ছিলেন না। দ্বিতীয় ম্যাচে সাত রান করার পাশাপাশি উইকেট নিতে ব্যর্থ হন। তৃতীয় ম্যাচে চার রান করে বল হাতেও ছিলেন উইকেটশূন্য। চতুর্থ ও শেষ ম্যাচে তিন রান করেন এবং বল হাতে ১৬ রান দিয়ে শিকার করেন এক উইকেট।
Discussion about this post