ঘরোয়া ক্রিকেটে তিনি বড় খেলোয়াড়। ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন অনেক দিন ধরেই। কিন্তু সুযোগটা ঠিক মিলছে না। তবে বসে থাকেন নি মিজানুর রহমান। লড়ে যাচ্ছেন তিনি। তার পথ দরে এবার তুলে নিয়েছেন শতরান। ক্যারিয়ারে প্রথমবারের মতো ২০ ওভারের ক্রিকেটে সেঞ্চুরি তুললেন তিনি। এবারের টি-টুয়েন্টি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম শতক।
ছরতি লিগের ৬৩তম ম্যাচে এসে প্রথম দেখা গেল সেঞ্চুরি। বৃহস্পতিবার সাভারের বিকেএসপিতে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে করেন মিজানুর। ব্রাদার্স ইউনিয়ন অধিনায়ক তিনি। দলকে নেতৃত্ব দিলেন সামনে থেকে। ৬৫ বলের সেঞ্চুরিতে ছিল চার ১৩টি, ৩ ছক্কা।
এর আগে চলতি লিগের সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন মুনিম শাহরিয়ার। করেন অপরাজিত ৯২। মিজানের আগের সর্বোচ্চ অপরাজিত ৭৯ রান এসেছে এই লিগেই।
এবারের লিগে দুর্দান্ত খেলছেন মিজান। সেঞ্চুরির পথে চলতি লিগের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। ১০ ম্যাচে ৯ ইনিংস ব্যাট করে ৩টি ফিফটি করেছেন তিনি।
২০ ওভারের ক্রিকেটে মিজানুরের আগে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সেঞ্চুরি করেছেন শাহরিয়ার নাফীস, মোহাম্ম আশরাফুল, তামিম ইকবাল (৩টি), এনামুল হক বিজয়, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত (২টি), পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ।
Discussion about this post