নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টি-টুয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য সরকার। এই টপ অর্ডার ব্যাটসম্যান ও পেসারকে শেষ মুহূর্তে দলে ডেকেছেন নির্বাচকরা। আর ওয়ানডে দলে থাকা ইলিয়াস সানি ছিটকে গেছেন। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্ব যুব ক্রিকেট খেলা সৌম্য সাম্প্রতিক সময় ঘরের মাঠে ভালোই খেলছেন। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সৌম্য জানালেন,-‘প্রতিটি ক্রিকেটারেরই জাতীয় দলে খেলার স্বপ্ন থাকে। এ স্বপ্ন পূরণে আমি দারুণ রোমাঞ্চিত। তবে জায়গা পেয়ে আমি রীতিমতো বিস্মিত। আমি এমন একসময় ডাক পেয়েছি, যা দেখে মনে হচ্ছে আমাকে খেলানো হতে পারে।’
জাতীয় দলের হয়ে লড়তে প্রস্তুত তিনি। বললেন-‘আমি পুরোপুরি প্রস্তুত। সুযোগ পেলে দুই বিভাগেই অবদান রাখতে চাই।’
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার টি-টুয়েন্টির লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।
Discussion about this post