এক কথায় স্বপ্নের মতো সময় কাটাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশেষ করে টি-টুয়েন্টি দল সাফল্যের ধারায়। বিশ্বকাপের বছরে এটা দারুণ অর্জন যে দল অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা। আবার নিউজিল্যান্ডের বিপক্ষে দল পেয়েছে টানা দুই জয়। সব মিলিয়ে এবছর এখনই এটি হয়ে গেছে বাংলাদেশের সেরা বছর।
এখন অব্দি এই বছর মাহমুদউল্লাহ রিয়াদদের জয় ৮টি। আরর এটিই এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশের সবচেয়ে বেশি জয়ের রেকর্ড। এবারের আগে সবচেয়ে বেশি জয় ছিল আরেকটি টি-টুয়েন্টি বিশ্বকাপের বছরে। ২০১৬ সালে ৭ জয় পায় বাংলাদেশ।
সেই বছরে ১৬ ম্যাচ খেলে ছিল ৭ জয়। এবার ৮ জয় ১৩ ম্যাচে। তারও আগে ২০১৮ সালে ১৬ ম্যাচ খেলে জয় পায় টাইগাররা ৫টিতে।
এবার সব সাফল্যকে ছাপিয়ে গিয়ে দারুণ খুশি। আর মাহমুদউল্লাহ রিয়াদও গড়লেন রেকর্ড। ১২টি ম্যাচ জিতে টি-টুয়েন্টিতে তিনিই সবচেয়ে বেশি জয় এনে দেওয়া ক্যাপ্টেন।মাহমুদউল্লাহ এই সাফল্যের তৃপ্তি নিয়ে বলছিলেন, ‘আমি সবসময়ই বিশ্বাস করেছি, আমরা বিশ্বাস করেছি, আমরা এই সংস্করণে ভালো দল। স্রেফ নিজেদের সামর্থ্য ও স্কিলে আস্থা রাখার বিশ্বাসটা দরকার আমাদের, যেন বাংলাদেশকে কিছু জয় এনে দিতে পারি। এবার এই ধারা ধরে রাখতে পেরে খুশি আমরা।’
Discussion about this post