ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকায় দুই ম্যাচে হতাশ করার পারফরম্যান্সই ছিল বাংলাদেশের। কিছুতেই ছন্দ ছিলেন না ক্রিকেটারদের। এ কারণেই চট্টগ্রামে বড় পরিবর্তন নিয়েই নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। অভিষেক হলো দুই ক্রিকেটারের।
২০২০ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের কথা ভেবেই দলে এমন পরিবর্তান।
জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার বাংলাদেশ একাদশে- নাজমুল হাসান শান্ত ও আমিনুল ইসলাম বিপ্লব। এরমধ্যে শান্ত পরিচিত হলেও এটিই তার প্রথম টি-টুয়েন্টি। আবার বিপ্লব একেবারেই নতুন এক নাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপের কথা মাথায় রেখে দল নিয়ে পরীক্ষা চালাচ্ছে।
এর আগে নাজমুল হোসেন দুটি টেস্ট আর ৩টি ওয়ানডে ম্যাচে খেলেছেন। ২০১৭ সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর পরের বছর অভিষেক হয় একদিনের ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ কাজে লাগাতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে বেশ সফল।
অন্যদিকে অভিষিক্ত আমিনুল ইসলাম বিপ্লব ঘরোয়া ক্রিকেটেও আলোচিত নন। বিকেএসপির এই ছাত্র ছিলেন ব্যাটসম্যান। এখন অবশ্য লেগ স্পিনার হিসেবেও নাম কুড়িয়েছেন। আমিনুল বিপ্লব লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ১৯টি। ব্যাট তুলেছেন ৫১৫ রান আর নেন ৩টি উইকেট।
ম্যাচে মাহমুদউল্লার ফিফটিতে বাংলাদেশ বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে তুলেছে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান।
বাংলাদেশ দল-
লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়ে দল-
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রেন্ডন টেইলর, রিচমন্ড মুতুমবামি, শেন উইলিয়ামস, টিনোটেন্ডা মুতোমবোদজি, রায়ান বার্ল, রেগিস চাকাবা, নেভিল মাদজিভা, কাইল জারভিস, এইনসলে এনদলোভু ও ক্রিস্টোফার এমপোফু।
Discussion about this post