নিউজিল্যান্ড সফরে কিছুতেই চেনা ছন্দ খুঁজে পাচ্ছে না পাকিস্তান। ওয়ানডে সিরিজের পর টি-টুয়েন্টিতেও একই হাল। ওয়েলিংটনে সোমবার টিম সাউদি ও স্যাট র্যানসের পেসে ২ বল আগেই মাত্র ১০৫ রানে অলআউট সরফরাজ আহমেদের দল। জবাব দিতে নেমে ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। তাতে ৩ ম্যাচ সিরিজে কেন উইলিয়ামসনের দল এগিয়ে গেল ১-০ ব্যবধানে। এর আগে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ কিউইরা জিতেছিল ৫-০ ব্যবধানে।
বাবর আজমের ৪১ বলে ৪১ ও শেষ দিকে হাসান আলির ১২ বলে ২৩ রান ছাড়া আর কোনো পাকিস্তানি ব্যাটসম্যান পৌঁছাতে পারেনি ডাবল ফিগারে। আর এ কাজটি করতে কিউই বোলারদের হয়ে নেতৃত্ব দিয়েছেন টিম সাউদি ও রেনস। তারা নিয়েছেন ৩টি করে উইকেট। অন্যদিকে ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেটে নিয়েছেন মিচেল স্ন্যাটানার।
জবাবে শুরুতে ২ উইকেট হারলেও কলিন মানরোর ৪৩ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৯ ও ২২ বলে ব্রুসের ২৬ রানের কাছেই হেরে বসে সফরকারীরা। এ১৩ বলে ৩ চারে ২২ রানে অপরাজিত থেকে জয় নিয়ে সাজঘরে ফেরেন রস টেইলর। পাকিস্তানের হয়ে রুম্মন রুইস নেন ১টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ১৯.৪ ওভারে ১০৫ (বাবর ৪১, সরফরাজ ৯, আশরাফ ৭, হাসান ২৩, আমির ৩; র্যান্স ৩/২৬, সাউদি ৩/১৩, ডি গ্র্যান্ডহোম ০/১১, কিচেন ১/৩, সোধি ০/২৫, স্যান্টনার ২/২৫, মানরো ১/১২)
নিউজিল্যান্ড: ১৫.৫ ওভারে ১০৬/৩ (গাপটিল ২, মানরো ৪৯*, ফিলিপস ৩, ব্রুস ২৬, টেইলর ২২*; আমির ০/১৩, রাইস ২/২৪, শাদাব ১/১৮)।
ফল: নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ১-০তে এগিয়ে
ম্যাচসেরা: কলিন মানরো
Discussion about this post