ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মঙ্গলবার ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ফাইনালে আফগানিস্তানের সঙ্গে লড়বে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে হবে ফাইনাল ম্যাচ। এর আগে সোমবার থেকেই শুরু হচ্ছে ফাইনালের টিকিট বিক্রি।
রাউন্ড রবিন লিগে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই টাইগাররা পেয়েছে ফাইনালের ছাড়পত্র। সাকিব আল হাসানদের ট্রফির লড়াই গ্যালারিতে বসে ফাইনাল দেখতে পারবেন মাত্র ১০০ টাকা খরচ করলেই। সর্বোচ্চ দুই হাজার টাকাও পাওয়া যাবে।
সোমবার মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় বিক্রি শুরু হবে। টিকিট মিলবে বিকেল ৫টা পর্যন্ত।
শেরেবাংলার বিসিবি হসপিটালিটি লাউঞ্জে বসে খেলা দেখতে চাইলে গুনতে হবে ২০০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১০০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডে ৫০০ টাকা। শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ মুস্তাক স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা। সাউদার্ন স্ট্যান্ড ও নর্দার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০ টাকা। ১০০ টাকায় টিকিট ইস্টার্ন স্ট্যান্ডের।
Discussion about this post