এশিয়া কাপ ২০২৫ দরজায় কড়া নাড়ছে। আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে এই মহাদেশীয় ক্রিকেট আসর চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসরটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে অংশ নিচ্ছে মোট ৮টি দল-যা গতবারের তুলনায় দুইটি বেশি। নতুন করে ওমান ও হংকং যুক্ত হয়েছে এবারের প্রতিযোগিতায়।
বাংলাদেশ পড়েছে তুলনামূলক কঠিন গ্রুপ ‘বি’-তে, যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে শক্তিশালী শ্রীলঙ্কা ও চিরচেনা আফগানিস্তান, সঙ্গে রয়েছে হংকং। ১১ সেপ্টেম্বর সামনে হংকং। গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং গ্রুপের শেষ ম্যাচ ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে।
বাংলাদেশের ম্যাচগুলো সরাসরি মাঠে বসে দেখতে হলে গুণতে হবে উল্লেখযোগ্য অঙ্কের টাকা। ন্যূনতম টিকিটের দাম ধরা হয়েছে ২০৬৮ টাকা (প্রায় ১৭ ডলার), যা দিয়ে দর্শকরা নর্থস্ট্যান্ডে বসে খেলা উপভোগ করতে পারবেন। তুলনামূলক ভালো অবস্থানে বসতে চাইলে সাউথ গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিট কিনতে হবে ৩৪৪৭ টাকা দিয়ে।
যারা অভিজাত অভিজ্ঞতা চান, তাদের জন্য রয়েছে ভিআইপি স্যুট-যার মূল্য বাংলাদেশি মুদ্রায় ৬৮,৯৩০ টাকা (৫৬৬.৭৬ ডলার)। তবে এই স্যুটে একসাথে ৪ জন বসতে পারবেন। টিকিটি কাটতে ক্লিক করতে পারেন-https://abu-dhabi.platinumlist.net/event-tickets/asiacup-abudhabi এই ঠিকানায়।
টুর্নামেন্ট শুরুর আগে একটি বড় পরিবর্তন এসেছে সময়সূচিতে। ১৯টি ম্যাচের মধ্যে ১৮টির সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সময় অনুযায়ী, ম্যাচগুলো শুরু হবে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় বিকেল সাড়ে ৬টায়, অর্থাৎ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
Discussion about this post