জয়ের ছন্দ ধরে রাখল চেন্নাই সুপার কিংস। বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রবীন্দ্র জাদেজার ব্যাট-বলে দারুণ জয় পেল মহেন্দ্র সিং ধোনির দল। তারা রাজস্থান রয়্যালসের বিপক্ষে তুলে নিয়েছে ৭ রানের জয়। এনিয়ে টানা দুটি ম্যাচ জিতল চেন্নাই। রাজস্থান তিন ম্যাচ খেলে জিতেছে একটিতে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে চেন্নাই। ৬ উইকেট হারিয়ে তারা তুলে ১৪০ রান।
ডোয়াইন স্মিথ ২৮ বলে করেন ৫০ রান। জাদেজার ব্যাট থেকে আসে ৩৬। ১৩ রানে ২ উইকেট নেন রজত ভাটিয়া।
জবাব দিতে নেমে শেষ ওভার পর্যন্ত উত্তেজনা জমা রেখেছিল রাজস্থান। কিন্তু ১৯.৫ ওভারে ১৩৩ রানে অলআউট হয়ে যায় তারা।
রজত ভাটিয়া ২৩ ও ধাওয়াল কুলকার্নি অপরাজিত ২৮ রান করেন। জাদেজা ৩৩ রান দিয়ে নেন ৪ উইকেট। ম্যাচের সেরা তিনিই।
Discussion about this post