ঠিক ফেভারিটের মতোই খেলে যাচ্ছে খুলনা টাইটান্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের তৃতীয় ম্যাচে এসে দ্বিতীয় জয় পেল মাহমুদউল্লাহ রিয়াদের দল। রোববার চিটাগাং ভাইকিংসকে তারা ১৮ রানে হারিয়েছে তারা। তিন ম্যাচে চিটাগাংয়ের এটি দ্বিতীয় হার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে খুলনার ১৭০ রানের জবাবে মিসবাহ-উল-হকের দল তুলে ১৫২ রান।
চিটাগংয়ের বিপক্ষে খুলনার পার্থক্য গড়ে দেয় ১০ ওভারে। যেখানে মাহমুদউল্লাহর দল সংগ্রহ করে ১০২ রান। তার ৬৯ রানই আসে শেষ ৫ ওভারে। সে সময়ে ক্রিজে ঝড় তুলেন আরিফুল-ব্র্যাথওয়েট। এদিকে জবাব দিতে নেমে চিটাগংয়ের কোনো ব্যাটসম্যানই ঝড় তুলতে পারেনি। টপ অর্ডারের সবাই করেছেন হতাশ। যে কারণে ১৮ রানের হার মানতে হয়েছে মিসবাহ-উল-হকের দলটির।
খুলনা আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান করে। রিয়াদ ৩৩ বলে ৪০ তুলেন। কার্লোস ব্রেথওয়েট ১৪ বলে ৩০ করেন। ভাইকিংসের সফল বোলার তাসকিন আহমেদ। ৪ ওভারে ৪৩ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। সানজামুল ইসলাম ৩ ওভারে ২০ রানে নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা পায়নি চিটাগংয়ের ব্যাটসম্যানরা। এর মধ্যে সিকান্দার রাজা ২৭ বলে ৩৭ করেন। মিসবাহ-উল-হক ৩৭ বলে ৩০ করে করলেও লাভ হয়নি। খুলনার আবু জায়েদ রাহি দৃশ্যপট পাল্টে দেন। ৪ ওভারে ৩৫ রান দিয়ে নেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
খুলনা টাইটান্স: ২০ ওভারে ১৭০/৭ (ওয়ালটন ৫, শান্ত ৯, ক্লিঙ্গার ২, রুশো ২৫, মাহমুদউল্লাহ ৪০, আরিফুল ৪০, ব্র্যাথওয়েট ৩০, আর্চার ১১*; সানজামুল ২/২০, রাজা ০/১৭, মুনাবিরা ১/১৬, শুভাশিস ১/২১, তাসকিন ৩/৪৩, তানবীর ০/৪৪, রিস ০/৯)
চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১৫২/৭ (রনকি ২, সৌম্য ০, এনামুল ১৮, মুনাবিরা ১০, মিসবাহ ৩০, রাজা ৩৭, রিস ২২, তানবীর ১৪*, সানজামুল ৫*; জায়েদ ৪/৩৫, আর্চার ১/৩০, শফিউল ১/২৪, ব্র্যাথওয়েট ১/২৯, মোশাররফ ০/২২, মাহমুদউল্লাহ ০/৬)
ফল: খুলনা টাইটান্স ১৮ রানে জয়ী
ম্যাচসেরা: আবু জায়েদ
Discussion about this post