ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হ্যাটট্রিক জয়ের হাতছানি নিয়ে মাঠে নেমেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হলো না। ব্যাটসম্যানরা বড় পুঁজি গড়তে পারে নি। দলও পায়নি টানা তৃতীয় জয়। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে লিজেন্ডসদের বিপক্ষে ৯ উইকেটে হারিয়ে জয় পেলো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
এনামুল হক বিজয় তুলে নেন শতরান। বৃহস্পতিবার সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ৪৬.১ ওভারে ১৬৩ রানে অলআউট হয় রূপগঞ্জ। জবাবে নেমে প্রাইম ব্যাংক ১ উইকেট হারিয়ে ৩১. ওভারে পৌঁছে যায় জয়ের বন্দরে।
জয় দিয়ে লিগ শুরুর পর দ্বিতীয় ম্যাচে হারে প্রাইম ব্যাংক। তৃতীয় ম্যাচে ফের পথে ফিরলো দলটি। টানা দুই জয়ের পর প্রথম হারের তিক্ত স্বাদ পেলো রূপগঞ্জ।
ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৬ রানে আজমির আহমেদের উইকেট হারায় লিজেন্ডসরা। তারপর মোহাম্মদ নাঈম ও জাকের আলী ছাড়া কেউই দলের হাল ধরতে পারেন নি।
গত ম্যাচের সেঞ্চুরিয়ান নাঈম ৪৩ বলে ৮ চার ও এক ছক্কায় তুলেন দলীয় সর্বোচ্চ ৫২ রান। জাকের ৬৪ বলে ৫ চারে ৪৭। আগের ম্যাচে শতরান করা অধিনায়ক নাঈম ইসলাম ফিরেন ১৫ রানে।
প্রাইম ব্যাংকের হয়ে ৮ ওভারে ১৪ রানে ২ উইকেট নেন মোহর শেখ। ২টি করে উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন, আব্দুর রাজ্জাক, আরিফুল হক ও অলক কাপালি।
জবাবে নেমে প্রাইম ব্যাংক ১২৫ রানের উদ্বোধনী জুটি পায়। এনামুল ও রুবেল মিয়া দাপটে খেলেন। রুবেল ৬১ বলে ৪ চারে নাবিল সামাদকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। এরপর সুদীপ চ্যাটার্জির সঙ্গে অবিচ্ছিন্ন ৪১ রানের জুটিতে দলকে জয় এনে দেন এনামুল।
১১১ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন এনামুল। ১৫ রানে অপরাজিত সুদীপ। ম্যাচসেরা সেঞ্চুরিয়ান এনামুল হক বিজয়।
Discussion about this post