সাফল্যের হাওয়ায় উড়ছে এখন লিজেন্ডস অফ রূপগঞ্জ! শিরোপা পুনরুদ্ধারের পথে দারুণ দাপটে এগিয়ে যাচ্ছে সাবেক চ্যাম্পিয়নরা। শুরুটা হারে হলেও এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে দুর্দান্ত জয়ে ছন্দে ফিরে দল। তারপর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে অনায়াস জয় তুলে নেয় লিজেন্ডসরা। এবার হ্যাটট্রিক জয়ে চোখ তাদের। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) শনিবার নাঈম ইসলামের দল খেলবে আবাহনী লিমিটেডরে সঙ্গে। বিকেএসপির তিন নম্বর মাঠে সকাল সাড়ে নয়টায় শুরু হবে লড়াই।
এবারের ঢাকা লিগে শুরু থেকে প্রথম থেকেই ছন্দে আছেন লিজেন্ডস ওপেনার আব্দুল মজিদ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে করেন ১১৫ বলে ৭০ রান। এরপর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে তিনি তুলে নেন শতরান। রানে আছেন অধিনায়ক নাঈম ইসলামও। নিজেদের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। প্রাইম ব্যাংকের বিপক্ষে করেন ৫১ রান।
লিজেন্ডসদের বোলাররাও সাফল্যরে ধারায় আছেন। বল হাতে ভাল খেলছেন দেলোয়ার হোসেন, কাজী অনিক, এনামুল হক ও মোশাররফ হোসেন রুবেল।
এবারে ঢাকা লিগে ৩ ম্যাচে ২টিতে জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছে রূপগঞ্জ। ৩ ম্যাচে ৩টিতে জিতে সবার উপরে অবস্থান আবাহনী লিমিটেডের। তিন নম্বরে আছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। এরপরই শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
Discussion about this post