ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার কারণে সব সূচি এলোমেলো। চার মাস ক্রিকেট বিহীন। সঙ্গে এ বছরের সব বৈশ্বিক টুর্নামেন্টও স্থগিত। সব মিলিয়ে চাপেই আছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শেষ অব্দি গত সোমবার তারা পিছিয়ে দিল টি-টুয়েন্টি বিশ্বকাপও।
যা কীনা অনুষ্ঠিত হবে আগামী বছর। অস্ট্রেলিয়াতেই। এ কারণে আরও দুই বিশ্বকাপের সূচি পাল্টাল। নতুন সূচিতে দেখা যাচ্ছে টানা তিন বছর তিনটি বিশ্বকাপের দেখা মিলবে।
ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে- ২০২১ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ হোক ভারতে। আর ২০২২ সালে আয়োজন করুক অস্ট্রেলিয়া। আইসিসি জানাল, ২০২১ সালের শেষের দিকে একটা আর ২০২২ সালের শেষের দিকে আরেকটি টি-টুয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আগামী বছর ভারতের মাটিতে হওয়ার কথা টি-টুয়েন্টি বিশ্বকাপ। তবে আইসিসি নিশ্চিত করতে পারেনি-কোন বছরে বিশ্বকাপটি কোন দেশে হবে।
এটা নিশ্চিত থাকছে ২০২১ সালের ফেব্রুয়ারিতে নারীদের বিশ্বকাপ হবে নিউজিল্যান্ডে। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় পঞ্চাশ ওভারের বিশ্বকাপ বছরের শুরুর দিক থেকে শেষে হবে।
ভেন্যু যাই হোক-২০২১ ও ২০২২ সালে অক্টোবর-নভেম্বরে পরপর দুবছর দুটি ২০ ওভারের বিশ্বকাপ হবে।
এদিকে বছরের অক্টোবরে-নভেম্বরে অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপ স্থগিত করাকে ইতিবাচকভাবেই নিয়েছে আয়োজক অস্ট্রেলিয়া। করোনার কারণে তারাও ১৬ দেশের এই আয়োজন নিয়ে আগ্রহী ছিল না। আইসিসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ও আইসিসির টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রধান নির্বাহী নিক হকলে বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ স্থগিত করার বিষয়ে আইসিসির সিদ্ধান্ত মেনে নিচ্ছি। দর্শক, খেলোয়াড়, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
Discussion about this post