সমীকরণটি ছিল একেবারেই সহজ-জিতলেই সেমিফাইনালের টিকিট। প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। ঠিক এ অবস্থায় টানা তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের মঙ্গলবার পাপুয়া নিউগিনিকে ৪১ রানে হারাল জাহানারা আলমের দল। তাতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল তারা।
এদিন থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি গ্রাউন্ডে টসে হেরে ব্যাটিংয়ে নামে লাল-সবুজরা। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে তুলে ১০০ রান। ফারজানা হক ২৮, নিগার সুলতানা ১৪, রিতু মনি ১৩ ও জাহানারা আলম করেন ১০ রান তুলেন।
জবাব দিতে নেমে পাপুয়া নিউগিনি ৫৯ রানেই অল আউট। ৪ ওভারের ১১ রানে ৫ উইকেট নেন খাদিজাতুল কুবরা। রোমানা আহমেদের শিকার ১৩ রানে ৩ উইকেট।
Discussion about this post