টানা চতুর্থবারের মতো টস হারলেন লিটন কুমার দাস। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের তিন ম্যাচেই হয়নি টস জয়ের মুখ দেখা, এবার পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেও একই পরিণতি। কিন্তু ভাগ্যদেবী এবার যেন হালকা হাসলেন বাংলাদেশের দিকে। কারণ টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, যেটি ঠিক লিটনেরই পছন্দসই পরিকল্পনার প্রতিফলন।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা টস জিতে নিজেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ম্যাচপূর্ব মন্তব্যে লিটন জানান, টস জিতলেও তিনিও আগে ফিল্ডিংই নিতেন। সে হিসেবে সিদ্ধান্তে কোনো অস্বস্তি নেই বাংলাদেশের।
লিটনের বলছিলেন ‘আমরা প্রথমে ফিল্ডিংই নিতাম। পরিকল্পনা অনুযায়ী সুযোগ পেয়েছি প্রতিপক্ষকে চাপে ফেলার, এখন সেটা কাজে লাগাতে হবে।’
পাকিস্তান অধিনায়ক অবশ্য বলেছিলেন, লাহোরের উইকেটে ‘পার স্কোর’ ছাড়িয়ে রান করে বাংলাদেশকে চাপে ফেলাই তাদের লক্ষ্য। কিন্তু ব্যাটিং নিয়ে কিছুটা ঝুঁকিও নিল স্বাগতিক দল। আর বাংলাদেশের জন্য এটা এক ধরনের সুযোগ, টস না জিতেও পছন্দসই পরিস্থিতি পাওয়ার।
সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চূড়ান্ত ম্যাচে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মিশনে আছে টাইগাররা। আর দীর্ঘ ৮ বছর ধরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়হীন দলটির সামনে এবার আরেকটি পরীক্ষা। লিটনের জন্য এটা শুধু টস ভাগ্য বদলানোর দিন নয়, বরং পুরোনো রেকর্ডের অভিশাপ ছিঁড়ে ফেলার সুযোগও।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান (সহ-অধিনায়ক), জাকের আলি (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
Discussion about this post