নানা নাটকীয়তা ঘিরে এবার চলছে বিপিএল। পারিশ্রমিক নিয়ে এর আগেও অভিযোগ ছিল। কিন্তু এবার এ কারণে খোদ অনুশীলন বয়কটের রাস্তাতে হাঁটলেন ক্রিকেটাররা। দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের এমন দুর্বার সাহসে নড়চেড়ে বসে বিসিবি থেকে দলটির ফ্রাঞ্চাইজিরাও। শেষ অব্দি একটা সমাধান হয়ে গেল।
সব শঙ্কা ছাপিয়ে পারিশ্রমিকের ৫০ শতাংশের নিশ্চয়তা পেয়ে খেলতে নামে রাজশাহী। তাদে দলটির পারফরম্যান্সেও পড়ল বদলের ছাপ। দাপুটে ব্যাটিং-বোলিংয়ে সিলেট স্ট্রাইকার্সকে উড়িয়ে দিয়ে জয়ে ফিরল রাজশাহী।
সবচেয়ে স্বস্তির ব্যাপার-অনেক নাটকের পর প্রত্যাশিত পারিশ্রমিক বুঝে পেয়েই রাজশাহী তুলে নিয়েছে জয়। ব্যাটারদের ব্যর্থতায় আগের ম্যাচে তারা ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রাজশাহী হারে রেকর্ড ১৪৯ রানে। পারিশ্রমিক পেয়ে শুক্রবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে এনামুল হক বিজয়ের দল রাজশাহী তুলে নিল ৬৫ রানের সহজ জয়।
ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ গতকাল রাতে টিম হোটেলে ক্রিকেটারদের পাওনা দেয় রাজশাহীর ক্রিকেটারদের। এরপর বকেয়া মেটানো হলো আজ। এরপর চনমনে হয়ে মাঠে নেমে চট্টগ্রামের মাঠে দুর্বার রাজশাহী আগে ব্যাট করে তুলে ৭ উইকেটে ১৮৪ রান। সিলেট জবাব দিতে নেমে অলআউট হয় ১১৯ রানে।
সাত ম্যাচে রাজশাহীর এটি তৃতীয় জয়। ৭ ম্যাচ খেলে মাত্র ২ জয়ে পয়েন্ট তালিকার ছয়ে আরিফুল হকের সিলেট। রাজশাহী ৭ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট তুলেছে।
সংক্ষিপ্ত স্কোর-
দুর্বার রাজশাহী: ২০ ওভারে ১৮৪/৭ (হারিস ১৯, জিসান ২০, এনামুল ৩২, বার্ল ৪১, ইয়াসির ১৯, আকবর ১৪*, ডেয়াল ৭, মৃত্যুঞ্জয় ১২; টপলি ৪-০-৩৯-০, নাহিদুল ৪-০-২০-২, রুয়েল ৪-০-৩২-৩, নিহাদউজ্জামান ৪-০-৩৭-২, স্টারলিং ১-০-১৯-০, আরিফুল ৩-০-৩৫-০)
সিলেট স্ট্রাইকার্স: ১৭.৩ ওভারে ১১৯/১০ (রনি ৪, স্টারলিং ২, জাকির ৩৯, মানজি ২০, জোন্স ৫, জাকের ৩১, নাহিদুল ১, আরিফুল ৬, নিহাদ উজ জামান ০, রুয়েল ৩*, টপলি ০; সানজামুল ৪-০-২৫-৩, তাসকিন ৩.৩-০-১৪-২, জিসান ৩-০-৩১-০, মৃত্যুঞ্জয় ৩-০-১৬-২, আফতাব ৩-০-২৪-২, ডেয়াল ১-০-৫-১)
ফল: দুর্বার রাজশাহী ৬৫ রানে জয়ী
ম্যাচসেরা: সানজামুল ইসলাম।
Discussion about this post