আগের দিনই জয়ের সুবাস পেয়েছিল বাংলাদেশ। কিন্তু টেস্টের তৃতীয় দিনে এসে ম্যাচে ফিরল আয়ারল্যান্ড।টকার-টেক্টর-ম্যাকব্রিন দারুণ লড়লেন। আর বাংলাদেশও পড়ল চাপে। ৪ উইকেটে ২৭ রানে দিন শুরু করে আইরিশরা। এরপর ৮ উইকেটে ২৮৬ রানে শেষ করে বৃহস্পতিবারের খেলা।
বাংলাদেশের লিড ১৫৫ রান টপকে তৃতীয় দিন শেষে আইরিশদের লিড ১৩১ রান। ম্যাকব্রিন ৭১ ও হুম ৯ রানে অপরাজিত রয়েছেন। সর্বোচ্চ ১০৮ রান করেন টকার। ৫৬ রান করেন টেক্টর। প্রথম দুই সেশনে বাংলাদেশ ২ উইকেট নেয়। আর দ্বিতীয় সেশনে নেয় ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন তাইজুল। ২ উইকেট তুলেছেন সাকিব আল হাসান।
চতুর্থ টেস্ট খেলতে নামা আইরিশরা এদিন বাংলাদেশের নির্বিষ ও প্রাণহীন বোলিংয়ের সামনে দাপট দেখালেন। মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে আইরিশরা এগিয়ে ১৩১ রানে। উইকেট রয়েছে হাতে ২টি।
আইরিশ প্রতিরোধ গড়েন লর্কান টাকার। অভিষেকে স্মরণীয় সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে নাম উঠল ২৬ বছর বয়সী ব্যাটসম্যানের। টেস্টে আয়ারল্যান্ডের দ্বিতীয় সেঞ্চুরিয়ান তিনি। দুটি শতকই অভিষেকে। আগেরটি ছিল দেশের অভিষেক টেস্টে ডাবলিনে কেভিন ও’ব্রায়েনের। বিদেশের মাঠে অভিষেকে প্রথম সেঞ্চুরি টাকারের।
৬ উইকেট পারওয়া অ্যান্ডি ম্যাকব্রাইন আট নম্বরে নেমে ব্যাট হাতেও সফল। তিনি অপরাজিত ৭১ রানে। প্রথম ইনিংসের ৫ উইকেটের সঙ্গে তাইজুল ইসলাম দ্বিতীয় ইনিংসে নেন ৪ উইকেট।
সন্দেহ নেই প্রাণহীন ঢাকা টেস্টে প্রাণ ফিরল। জমে উঠল বাংলাদেশ-আয়ারল্যান্ডের একমাত্র টেস্ট ম্যাচটি।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২১৪/১০
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৬৯/১০
আয়ারল্যান্ড ২য় ইনিংস: ১০৭ ওভারে ২৮৬/৮ (টেক্টর ৫৬, মুর ১৬, টাকার ১০৮, ম্যাকব্রাইন ৭০, অ্যাডায়ার ১৩, হিউম ; সাকিব ১৩-৪-২৬-২, তাইজুল ৩৮-১৫-৮৬-৪, মিরাজ ২৮-৭-৫৭-০, ইবাদত ১২-১-৩৬-১, শরিফুল ৮-১-৩৫-১, খালেদ ৭-২-৩৮-০)।
#তৃতীয় দিন শেষে
Discussion about this post