ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সেই একই গল্প। ব্যাটাররা ব্যর্থ। হারছে বাংলাদেশের মেয়েরা। এর আগে স্বাগতিক অস্ট্রেলিয়ার সামনে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। যদিও টি-টুয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে রিতু মনির ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিততে সহজ লক্ষ্যমাত্রা পেয়েছিল টাইগ্রেসরা। কিন্তু কিউইদের সামনে ব্যাট হাতে নিজেদের একবারেই মেলে ধরতে পারেনি সালমা খাতুনের দল।
নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে মেলবোর্নে নিউজিল্যান্ডের কাছে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। মেলবোর্নে টস জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের নারীরা ১৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে তুলে ৯১ রান। ১৯.৫ ওভারে বাংলাদেশের মেয়েরা অলআউট মাত্র ৭৪ রানে।
নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন-আপের শেষ করে দেন রিতু। ১৮ রান দিয়ে এ পেসার নিয়েছেন ৪ উইকেট। সালমা খাতুন মাত্র ৭ রান দিয়ে নেন ৩ উইকেট। ১৭ রান খরচায় রুমানা আহমেদ নিজের ঝুলিতে উইকেট পুড়েন ২টি।
আগামী সোমবার নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ১৮.২ ওভারে ৯১ (ডিভাইন ১২, প্রিস্ট ২৫, বেটস ১৫, গ্রিন ১১, জেনসেন ২, মার্টিন ৬, কের ৫, পিটারসন ৫, ক্যাসপারেক ২, তাহুহু ৩, মইর ২*; পান্না ৩-০-১৬-০, ফাহিমা ৩-০-১৬-০, সালমা ২.২-০-৭-৩, জাহানারা ২-০-১৬-০, রিতু ৪-০-১৮-৪, রুমানা ৪-০-১৭-২)।
বাংলাদেশ: ১৯.৫ ওভারে ৭৪ (মুর্শিদা ১১, আয়েশা ১, রিতু ১০, নিগার ২১, ফারজানা ০, রুমানা ২, ফাহিমা ৬, সোবহানা ৭, জাহানারা ০, সালমা ৪, পান্না ৬*; কেস্পেরেক ৩.৫-২৩-১৭-৩, তাহুহু ১-০-৫-০, কের ৪-০-১০-১, জেনসেন ৪-০-১১-৩, ডিভাইন ৪-০-১৪-১, পিটারসসন ৩-০-১০-০)
ফল: ১৭ রানে জয়ী নিউজিল্যান্ড
প্লেয়ার অব দা ম্যাচ: হেইলি জেনসেন।
Discussion about this post