হেড টু হেড লড়াইয়ে নিউজিল্যান্ডের চেয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। কিন্তু কাগজে-কলমে যে পরিসংখ্যান আছে সেখানে খুব একটা পিছিয়ে নেই টাইগার ক্রিকেটাররা। দুই দলের ওয়ানডে লড়াইয়ে সবচেয়ে বেশি রান করেছেন রস টেলর। মোট ১৭ ওয়ানডেতে তার সংগ্রহ ৬৩৮ রান। এরপরই মুশফিকুর রহীম। ১৮টি ওয়ানডে ম্যাচ খেলে কিউইদের বিপক্ষে করেন ৩৬০ রান। কিউইদের বিপক্ষে সাকিব আল হাসান সেঞ্চুরি পেয়েছেন। তার রান ৩৫২।
ম্যাচ গড়াপেটায় নিষিদ্ধ মোহাম্মদ আশরাফুল আছেন এরপরই। ১৫ ম্যাচ খেলে করেন ৩৩৫ রান। তামিম ইকবালের ব্যাটে ১৩ ম্যাচে ৩২৯ রান।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পক্ষে বোলিংয়ে সবচেয়ে সফল সাকিব আল হাসান। ১৫ ম্যাচে এই স্পিনার শিকার ২৮ উইকেট। পেসার রুবেল হোসেন ৯ ম্যাচে নেন ১৭টি উইকেট। দুজনই দলের সঙ্গে আছেন নিউজিল্যান্ডে। সবকিছু ঠিক থাকলে ক্রাইস্টচার্চে খেলাটাও নিশ্চিত তাদের।
ওয়ানডে সিরিজ-
তারিখ ম্যাচ বাংলাদেশ সময়
২৬ ডিসেম্বর, ২০১৬ প্রথম ওয়ানডে ভোর ৪টা
২৯ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে ভোর ৪টা
৩১ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে ভোর ৪টা।
টি-টুয়েন্টি সিরিজ-
তারিখ ম্যাচ সময় (বাংলাদেশ)
৩ জানুয়ারি, ২০১৭ প্রথম টি-টোয়েন্টি দুপুর ১২টা
৬ জানুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি সকাল ৮টা
৮ জানুয়ারি তৃতীয় টি-টোয়েন্টি সকাল ৮টা।
টেস্ট সিরিজ
তারিখ ম্যাচ সময় (বাংলাদেশ)
১২ জানুয়ারি প্রথম টেস্ট ভোর ৪টা
২০ জানুয়ারি দ্বিতীয় টেস্ট ভোর ৪টা।
Discussion about this post