ইনজুরি পিছু ছাড়ছে না দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। এবার ছিটকে গেলৈন পেসার মরনে মরকেল।এই পেসার না থাকায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে জায়গা পেয়েছেন ডেন প্যাটারসন। ১৪ সদস্যের ঘোষিত ওয়ানডে দলে জায়গা হয়েছে ডানহাতি এ পেসারের। পাশাপাশি প্রোটিয়া দলে ফিরেছেন টেম্বা বাভুমা। আর টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন কেশভ মহারাজ ও ক্রিস মরিস।
প্যাটারসনের দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টুয়েন্টিতে খেলার অভীজ্ঞতা হয়েছে। এ পর্যন্ত ৪ ম্যাচে এ ডানহাতি উইকেট নিয়েছেন ৫টি। সংক্ষিত ফরম্যাটের ক্রিকেটে তার সেরা সাফল্য ৩২ রানে ৪টি উইকেট। বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের ওয়ানডে দলের পেস আক্রমণে সামনে থাকছেন কাগিসো রাবাদা। আছেন ওয়ানে পার্নেল ও আন্দিলে ফেলুকওয়ায়ো। স্পিনে আছেন ইমরান তাহির।
পাশাপাশি এবি ডি ভিলিয়ার্স, ডেপি ডুমিনি ও ডেভিড মিলার রয়েছেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে। ১৫ অক্টোবর ডায়মন্ড ওভালে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর বোলান্ড পার্কে। আর ২২ অক্টোবর বাফেলো পার্কে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে টাইগার ও প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকা দল
ফাফ দু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, ফারহান বেহারডিন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি দুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ওয়েইন পার্নেল, ডেইন প্যাটারসন, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়েইন প্রিটোরিয়াস ও কাগিসো রাবাদা।
Discussion about this post