প্রত্যাশার চেয়েও বেশি কিছু করেছেন ব্যাটসম্যানরা। এবার বোলারদের পালা। তবে সেই পরীক্ষার শুরুটা তেমন ভাল হয়নি। অবশ্য ব্যাটিং স্বর্গে এরচেয়ে বেশি বুঝি কিছুই করার নেই। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শনিবার প্রথম ইনিংসে ৭৭ ওভারে ৩ উইকেটে ২৯২ রান তুলে তৃতীয় দিন শেষ করল নিউজিল্যান্ড। ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি করে টম ল্যাথাম আছেন ১১৯ রানে। সঙ্গী হেনরি নিকোলস ৩৫ রানে রোববার ব্যাট করতে নামবেন। এখনো বাংলাদেশের চেয়ে ৩০৩ রান পিছিয়ে আছে নিউজিল্যান্ড।
এদিন ২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা কামরুল ইসলাম রাব্বি। অন্য উইকেটটি নিয়েছেন অভিষেক টেস্ট খেলতে নামা তাসকিন আহমেদ। তবে সাফল্য পাননি মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বল হাতে চমক দেখালেও এই স্পিনার এবার ব্যর্থ। ১৪ ওভারে ৪ মেডেনসহ ৮২ রান খরচায় উইকেটশূন্য আছেন তিনি। এদিকে চোট নিয়ে এদিন মাঠ ছাড়েন মুশফিকুর রহীম। তার বদলে কিপিং করেন ইমরুল কায়েস।
এর আগে ৮ উইকেটে ৫৯৫ রান তুলে ১ম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। সাব্বির রহমান অপরাজিত ছিলেন ৫৪ রানে।
সব মিলিয়ে তৃতীয় দিন শেষে জবাবটা বেশ ভালই দিচ্ছে স্বাগতিকরা। তবে নাটকীয় কিছু না হলে ওয়েলিংটন টেস্ট ড্রই হতে পারে!
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫২ ওভারে ৫৯৫/৮ ডিক্লেয়ার্ড
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৭৭ ওভারে ২৯২/৩ (রাভাল ২৭, ল্যাথাম ১১৯*, উইলিয়ামসন ৫৩, টেলর ৪০, নিকোলস ৩৫*; মিরাজ ০/৮২, শুভাশীষ ০/৪৬, তাসকিন ১/৭৯, রাব্বি ২/৫৩, সাকিব ০/৩০)।
Discussion about this post