ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এ বছরের অক্টোবরের শেষ দিকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সফরে মুমিনুলদের ব্যাটিং কোচ নীল ম্যাকেঞ্জি নাও যেতে পারেন। তাই তার বদলে ক্রেগ ম্যাকমিলানকে খণ্ডকালীন ব্যাটিং পরামর্শক করার চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
করোনার কারণে এক মাস আগে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। কিন্তু ম্যাকেঞ্জি করোনা সংকট মাথায় নিয়ে এতোদিন দলের সঙ্গে থাকতে চান না। যদিও বোর্ড তার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তাকে না পেলেই ম্যাকমিলান পেতে পারেন দায়িত্ব। এ ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘ম্যাকেঞ্জির শ্রীলংকা সফরে পাওয়ার সম্ভাবনা ফিফটি-ফিফটি। আমরা তাকে দলে চাই, সেজন্য তাকে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু তিনি খুব একটা আগ্রহী বলে মনে হচ্ছে না। আমাদের তাই নতুন কাউকে বিকল্প হিসেবে নিয়োগ দিতে হতে পারে।’
আকরাম খান আরও জানিয়েছেন, ‘যাকেই নিয়োগ দেওয়া হোক, তিনি খণ্ডকালীন দায়িত্ব পালন করবেন। বোর্ড এরই মধ্যে ক‘জনের সঙ্গে আলাপ করেছে। তার মধ্যে ম্যাকমিলান অন্যতম। এখন বোর্ড কোন কিছুই ফাইনাল করেনি।’
এরআগে নীল ম্যাকেঞ্জি বাংলাদেশ দলের সাদা বলের ব্যাটিং কোচ ছিলেন। পরে ২০১৯ সালের ভারত সফর থেকে তাকে টেস্টেরও ব্যাটিং কোচ করা হয়। কিন্তু শ্রীলঙ্কা সফরে তিনি যেতে চাইছেন না বলে জানা গেছে। শেষ পর্যন্ত ব্যাপারটি সত্যি হয়, তাহলে ম্যাকমিলানকে খন্ডকালিন ব্যাটিং কোচ নিয়োগ দেবে বিসিবি।
ব্যাটিং কোচ হিসেবে ম্যাকমিলান বেশ অভিজ্ঞ। ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের পর তিনি নিউজিল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়েছেন। তার সময়ে কিউইরা দু’বার বিশ্বকাপের ফাইনালে খেলেছে। তাই তার দিকে আলাদা চোখ আগে থেকেই ছিল বিসিবির।
Discussion about this post