ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জয়ের খোঁজে থাকা বাংলাদেশ দল বুধবার বিশ্বকাপের সুপার টুয়েলভে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। তার আগে টস জিতেছে টাইগাররা। নিয়েছে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
বুধবার আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ দল। আজ টাইগার একাদশে এসেছে একটি পরিবর্তন। চোটের কারণে পুরো বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গা নিয়েছেন পেসার শরিফুল ইসলাম।
প্রথমবারের মতো এবারই টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ১৫ বছরে টি-টোয়েন্টি ইতিহাসে ১১৬টি ম্যাচ খেলেছে টাইগাররা। কিন্তু কখনোই সংক্ষিপ্ত ভার্সনে ইংল্যান্ডের বিপক্ষে খেলেনি বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ :
লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
Discussion about this post