ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জিতলেই কেবল বেঁচে থাকবে সেমিফাইনালের স্বপ্ন। এজন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে টিম টাইগার্স। তার আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এবারের বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দুটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। প্রথমটিতে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে ও পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারতে মানে টিম টাইগার্স। যে কারণে মাহমুদউল্লাহ রিয়াদের দলের সামনে সেমিতে ওঠার পথটা হয়ে দাঁড়িয়েছে কঠিন। যা কাঠিয়ে উঠতে আজ জিততেই হবে তাদের।
বাংলাদেশ একাদশ:
নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম,মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
Discussion about this post