বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটারই ধর্ম পরায়ণ। অনেকেই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। তার প্রমাণ মিলল শুক্রবার। ব্যস্ততা সরিয়ে ক্রিকেটাররা সবাই মিলে পড়লেন পবিত্র জুমার নামাজ। এই কারণে অবশ্য এদিন নির্ধারিত সময়ের আধ ঘন্টা পর বিপিএলের খেলা শুরু হয়। গতবারও শুক্রবার দুপুরের ম্যাচটি নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর শুরু হয়েছে।
শুক্রবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সিলেট-রাজশাহী ম্যাচে টসের পর জুমার নামাজ পড়তে যান মুশফিকুর রহীম, নাসির হোসেন, সাব্বির রহমান, মুমিনুল হক, তাইজুল ইসলাম আর নুরুল হাসান সোহানরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসের নিচে মসজিদ আছে। সেখানে প্রত্যেক সপ্তাহে জুমার জামাত হয় গত কয়েক বছর ধরেই। বিপিএলের ম্যাচ ডে‘তে জামাতের স্থান পাল্টে একাডেমিতে স্থানান্তর করা হয়। এবারো তাই হয়েছে। একাডেমির ভিতরে ডাইনিংয়ের ঠিক বাইরের জায়গায় জামাত হয়েছে। ধর্মপ্রাণ ক্রিকেটারদের কথা চিন্তা করে বিসিবি একাডেমির জামাত ১০ মিনিট পিছিয়ে ১ টা ৪০ মিনিটে করা হয়।
Discussion about this post