নিউজিল্যান্ড সফরে আগেও সাফল্য পেয়েছেন তিনি। তখন ছিলেন যুব দলের সদস্য। এবার জাতীয় দলের হয়ে মিশনে মাহমুদুল হাসানের। তখন যুব ওয়ানডে সিরিজে এক ম্যাচে করেন সেঞ্চুরি। আরেক ম্যাচে ৯৯ রান। এবার প্রস্তুতি ম্যাচে তুললেন ফিফটি। টেস্ট সিরিজের আগে রান পেলেন মুশফিকুর রহিম।
মাউন্ট মঙ্গানুইয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বাংলাদেশ করেছে ৮ উইকেটে ২৬৯। ১১ চারে জয় করেছেন ৬৬ রান। ৭ চার ও ১ ছক্কায় মুশফিক করেছেন সমান ৬৬। লিটন দাসের ব্যাটে ৪১ রান। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ২৭.৩ ওভার খেলা হয়।
৫ উইকেটে ৭১ রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড একাদশ ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ১৪৬ রানে। এরপর নেমে মাহমুদুল ও নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় উইকেটে করেন ৫০ রান। ৫৩ বলে ২৭ রান করে ক্রিস্টিয়ান ক্লার্কের বলে এলবিডব্লিউ শান্ত। তারপর মাহমুদুল জয় ফিফটি করেন ১০৯ বলে।
মুশফিক ফিফটি করেন ৭১ বলে। মিরাজ অপরাজিত থাকেন ৩ চার ও ১ ছক্কায় ২০ রানে।
মাউন্ট মঙ্গানুইতেই ২০২২ সালের প্রথম দিনে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের সঙ্গে লড়বে বাংলাদেশ। মুমিনুলের দল দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ৯ জানুয়ারি।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড একাদশ ১ম ইনিংস: ৪৮ ওভারে ১৪৬/৭ (ভুলা ৫৭, আভি ৩৩, ওয়্যাগনার ৫*, প্রিঙ্গল ৪*; তাসকিন ৮.৩-৫-২৬-২, আবু জায়েদ ১১-২-৩৬-৩, শরিফুল ৭.৩-৩-১১-০, শহিদুল ৮-৩-২৪-০, তাইজুল ৮-০-৩৪-০, মিরাজ ৫-০-১৪-২)।
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৬.৪ ওভারে ২৬৯/৮ (সাদমান ০, মাহমুদুল ৬৬, শান্ত ২৭, মুমিনুল ৯, মুশফিক ৬৬, লিটন ৪১, ইয়াসির ২১, মিরাজ ২০*, তাসকিন ১০; র্যান্ডেল ১৩-৫-২৭-২, ওয়্যাগনার ১৪-৪-৩২-০, ম্যাকাই ১১-৩-৩৯-০, ক্লার্ক ১৩-১-৫৩-২, প্রিঙ্গল ১২-১-৫৮-২, লকরোজ )
ফল: ম্যাচ ড্র।
Discussion about this post