এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির এমার্জিং টিমস কাপে শুভসূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। শনিবার সিঙ্গাপুরের কালাং মাঠে নিজেদের প্রথম খেলায় বাংলাদেশের যুবারা ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিঙ্গাপুরকে। আট দলের এ আসরে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ আজ শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় ম্যাচ খেলবে। আর ২২ আগস্ট গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আরব আমিরাত।
তিন স্পিনার নূর হোসেন মুন্না, সাব্বির রহমান রুম্মন ও তারিকুল ইসলামের স্পিন ঘূর্ণিতে মাত্র ১২১ রানেই গুটিয়ে যায় সিঙ্গাপুর। এর মধ্যে লেগ স্পিনার নূর হোসেন একাই দখল করেন ২৫ রানে ৪ উইকেট। আরেক লেগি সাব্বির রহমান আর বাঁহাতি তারিকুল সমান ২টি করে ৪ উইকেট ভাগ করে নেন। এছাড়া অফ স্পিনার মাহমুদুদল হাসান লিমনের ঝুলিতে জমা পড়ে ১ উইকেট। এ চার স্পিনার ৩৯.১ ওভারে মাত্র ৯২ রানে সিঙ্গাপুরের ৯ ব্যাটসম্যানকে আউট করেন। স্পিনারদের নজরকাড়া ও কার্যকর পারফরম্যান্সেও ভীষণ অনুজ্জ্বল পেসাররা। দুই উদ্বোধনী বোলার দেওয়ান সাব্বির (০/১৬) সৌম্য সরকার (০/১১) কোনোই উইকেট পাননি। স্বাগতিক ব্যাটসম্যানদের একজন হন রান আউট।
তবে অলরাউন্ডার সৌম্য ব্যাটহাতে পুষিয়ে দিয়েছেন। ইনিংসের সূচনা করতে নেমে ৮১ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬৫ রানের হার না মানা ইনিংস আসে তার ব্যাট থেকে। এছাড়া ওয়ানডাউন মিঠুন আলী খেলেন ৫৭ বলে ৪৩ রানের (৭ বাউন্ডারি) ইনিংস। যার ওপর ভর করে ২ উইকেট হারিয়ে ১৪০ বল আগেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
সিঙ্গাপুর : ১২১/১০, ৪৭.১ ওভার (এডি লাং ১৯, সারাওয়ানসি ১৫, পারাম ৩৭; নূর হোসেন ৪/২৫, সাব্বির ২/২৪, তরিকুল ২/১৯, মাহমুদুল হাসান ১/২৪)।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ : ১২৩/২, ২৬.৪ ওভার (সৌম্য সরকার ৬৫*, রনি তালুকদার ৬, মিঠুন আলী ৪৩, লিটন দাস ২*)।
ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ৮ উইকেটে জয়ী।
Discussion about this post