ঢাকা ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেট লিগ জয় দিয়ে শেষ করল শেখ জামাল শেষ ম্যাচে কলাবাগান ক্রিকেট একাডেমিকে তারা হারিয়েছে ৪ উইকেটে রানার্সআপ হল তারা। শুক্রবার শেষ ম্যাচে জিতেছে প্রাইম ব্যাংক। তারা ১৪ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে।
বিকেএসপিতে প্রথমে ব্যাট করতে নেমে ২২৩ রানে অলআউট হয়ে যায় কলাবাগান ক্রিকেট একাডেমি। আবুল মজিদের সেঞ্চুরি করেন। জবাবে মুশফিকুর রহিমের ৮১ বলে ৯৭ রানের দারুণ ইনিংসে ১০ ওভার ম্যাচ জিতে শেখ জামাল।
সংক্ষিপ্ত স্কোর
কলাবাগান ক্রিকেট একাডেমি : ৪৯.১ ওভার, ২২৩/১০ (মাজিদ ১০২, সগির হোসেন ৩১, আবদুর রাজ্জাক ৪/৫৬)। শেখ জামাল : ৩৯.২ ওভার, ২২৮/৬ (তুষার ইমরান ৬২, মুশফিকুর রহিম ৯৭, শরিফুল্লা ৩/৪৯)। ফল : শেখ জামাল ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরা : মুশফিকুর রহিম।
ফতুল্লায় প্রথমে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক ৬ উইকেটে করে ২৮০। ১৫৭ বলে ১৫৭ করে অপরাজিত থাকেন বোপারা। মাশরাফি ৫৮ রান দিয়ে ২ উইকেট নেন। জবাবে ২৬৬ রানেই অলআউট হয়ে যায় মোহামেডান।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক : ৫০ ওভার, ২৮০/৬ (সৈকত ৬৭, বোপারা ১৫৭*, মাশরাফি ২/৫৮)। মোহামেডোন : ৪৮.৫ ওভার, ২৬৬/১০ (ধীমান ঘোষ ৪১, উপল থারাঙ্গা ৫২, রহমত শাহ ৬৪, মাশরাফি ৫৩, বোপারা ৪/৪৬, আরিফুল ৩/৫১)। ফল : প্রাইম ব্যাংক ১৪ রানে জয়ী। ম্যাচসেরা : রবি বোপারা।
Discussion about this post