সেমি ফাইনালে উঠার পথটা বন্ধ হয়ে গিয়েছিল আগেই। ম্যাচটা তাদের জন্য ছিল শুধুই সম্মানের। আর সেই লড়াইয়ে জয় নিয়েই মাঠ ছেড়েছে মাশরাফি বিন মতুর্জার দল। টানা চতুর্থ জয়ে এবারের বিপিএল শেষ করেছে কুমিল্লা ভিক্টোরয়ান্স। অথচ এই ম্যাচটি জিতলে শেষ চারে উঠে যেতো রংপুর রাইডার্স। ৮ রানে হেরে সরাসরি প্লে-অফের সুযোগটা হাতছাড়া করল দলটি।
রোববার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাব দিতে নেমে ২০ ওভারে ওভারে ৮ উইকেটে ১৬২ রান তুলে রংপুর রাইডার্স।
এর আগেই ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস প্লে-অফের জায়গা নিশ্চিত করেছে। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে ছয়ে থেকে টুর্নামেন্ট শেষ করল মাশরাফির কুমিল্লা।
সংক্ষিপ্ত স্কোর-
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১৭০/৬ (ইমরুল ৫২, লতিফ ৪৩, স্যামুয়েলস ৩০, মাশরাফি ৭, জাইদি ১৭, লিটন ৬, রশিদ ১১*; সোহাগ ০/১৭, সানি ২/২৯, রুবেল ২/৩০,আফ্রিদি ১/৩০, সৌম্য ০/১১)।
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৬২/৮ (শাহজাদ ৪৫, সৌম্য ৫, মিঠুন ২, ডসন ৩, আফ্রিদি ৩৮, নাইম ১৪, জিয়াউর ৩৮*, আনোয়ার ১, সোহাগ ৭, সানি ৪*; সাইফুদ্দিন ১/৩৪, মাশরাফি ২/২৭, নাবিল ২/৩৫, রশিদ ৩/১৩)।
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮ রানে জয়ী
ম্যাচসেরা: রশিদ খান।
Discussion about this post