শিরোপা ধরে রাখার মিশনে খেলতে নেমে শুরুতেই হোচট খেল ঢাকা ডায়নামাইটস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উদ্বোধনী ম্যাচে তাদের চমকে দিয়েছে সিলেট সিক্সার্স। ঘরে মাঠে দুর্দান্ত ক্রিকেট খেলে নাসির হোসেনের দল ৯ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।
বিপিএল ভেন্যু শনিবার পথচলা শুরু হল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের। ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ১৩৬ রানেই আটকে যায় ঢাকা ডায়নামাইটস। জবাব দিতে নেমে ১৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙর করে সিলেট। অধিনায়ক নাসির হোসেন বল হাতে ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় তুলে নেন দুই ওপেনার মেহেদি মারুফ ও এভিন লুইসের উইকেট।
ঢাকার হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন কুমার সাঙ্গাকারা। এছাড়া অধিনায়ক সাকিব করেন মাত্র ২৩ রান। তারপর সিলেটের দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও উপুল থারাঙ্গা দৃশ্যপট পাল্টে দেন। পাওয়ার প্লেতেই দুজন করেন ৫১ রান। শেষ পর্যন্ত ১২৫ রানে এ জুটিকে বিচ্ছিন্ন করেন আদিল রশিদ। ৫১ বলে ৬৩ রান করে সাজঘরে ফেরেন ফ্লেচার। তবে থারাঙ্গা ফিরেছেন দলের জয় সঙ্গে নিয়েই। তিনি অপরাজিত ছিলেন ৪৮ বলে ৬৯ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৩৬/৭ (মারুফ ০, লুইস ২৬, সাঙ্গাকারা ৩২, মোসাদ্দেক ৬, সাকিব ২৩, পোলার্ড ১১, দেলপোর্ত ২০*, রশিদ ৩, আবু হায়দার ৭*; নাসির ২/২১, শুভাগত ০/২৭, সান্টোকি ০/৩৬, আবুল হাসান ২/২৪, প্লাঙ্কেট ২/২০, তাইজুল ০/৫)।
সিলেট সিক্সার্স: ১৬.৫ ওভারে ১৩৭/১ (ফ্লেচার ৬৩, থারাঙ্গা ৬৯*, সাব্বির ২*; সাকিব ০/২৩, শহিদ ০/১৪, সাকলাইন ০/২৩, আবু হায়দার ০/২৭, রশিদ ১/৩১, ডেলপোর্ট ০/৭, পোলার্ড ০/১২)।
ফল: সিলেট সিক্সার্স ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: উপুল থারাঙ্গা
Discussion about this post