দাপুটে জয় দিয়ে যুবাদের এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। জুনিয়র টাইগাররা বৃহস্পতিবার আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে শুভ সুচনা করেছে।
শ্রীলঙ্কার মাতারার উয়ানওতি স্টেডিয়ামে আফগানিস্তানের দেওয়া ১৪৭ রানের ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা। অধিনায়ক সাইফ হাসান করেন ৬৭ রান। রায়ান রাফসান রহমান ৩২ ও আফিফ হোসেনের ব্যাটে ১৯ রান।
২০১৮ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে এবার দল সাজিয়েছে বাংলাদেশ। দলে নতুন মুখের ছড়াছড়ি। এদিকে টুর্নামেন্টে শুক্রবার টাইগারদের প্রতিপক্ষ সিঙ্গাপুর।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান: ৪৮.৩ ওভারে ১৪৬/১০ (ওয়াদাত ৩২, নাভিন ২৭, পারভিজ ২৩; আরাফাত ৭-০-৩২-০, মুকিদুল ৬.৩-১-২৭-৩, নাইম ১০-২-২২-১, সজিব ১০-২-২৩-১, সাইফ ৩-০-৬-০, আফিফ ৪-০-১০-০, অনিক ৮-১-২২-৪)।
বাংলাদেশ: ৪৩.১ ওভারে ১৫০/৬ (সাইফ ৬৭, অঙ্কন ১২, আফিফ ১৯, হাবিবুর ০, রাফসান ৩২, করিম ৮*, অনিক ০, নাইম ০*; জহির ২/২১, ইউসুফ ১/২১, মুজিব ১/২২, নাভিন ১/২৬)।
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
Discussion about this post