শুরতেই কঠিন হিসেব। দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। টি-টুয়েন্টি বিশ্বকাপের চুড়ান্ত পর্বে উঠার মিশন শুরু হচ্ছে রোববার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রতিপক্ষ আফগানিস্তান। এইতো কিছুদিন আগেই এশিয়া কাপে তাদের কাছে হেরেছিল দল। এবার অবশ্য ২০ ওভারের লড়াই! বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচ।
এই লড়াইয়ের আগে শনিবার বাংলাদেশ অধিনায়ক মুশফিক জানিয়ে দিলেন, মুশফিক বলেন, ’দলের প্রতিটি ক্রিকেটার ভাল খেলার জন্য মুখিয়ে আছি। নিজেদের উজাড় করে দিয়ে খেলে যাবো। আমরা জানি হেরে গেলে চুড়ান্ত পর্বে উঠার স্বপ্ন অনেকটাই বিবর্ন হয়ে যাবে। আশা করছি প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হবে।’
গ্রুপ চ্যাম্পিয়ন হলেই কেবল মুল পর্বে উঠতে পারবে বাংলাদেশ। তাইতো জয় জরুরী।
গ্রুপে মুশফিকদের অন্য দুই প্রতিপক্ষ নেপাল ও হংকং।
এদিকে রোববার বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আফগানরাও। দলের অধিনায়ক মোহাম্মদ নবী যেমনটা বলছিলেন, ‘এইতো দিন কয়েক আগে এশিয়া কাপে ওরা আমাদের কাছে হেরেছিল। তাইতো এই ম্যাচে তাদের ওপরই প্রত্যাশার চাপটা বেশি থাকবে।’
এখন পর্যন্ত আফগানিস্তানের সঙ্গে কোন আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেনি বাংলাদেশ।
Discussion about this post