ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লড়াই থেকে প্রায় ছিটকে গিয়েছিল তারা। টানা হারের বিধ্বস্ত সেই সিলেট সিক্সার্স এবার ঘুরে দাঁড়াল। বুঝিয়ে দিল একেবারে হারিয়ে যায়নি। এমন কী প্লে-অফে জায়গা করে নেওয়ার সামান্য সম্ভাবনাকেই বড় করে তুলল দলটি। অলক কাপালির হাতে নেতৃত্ব নুতন করে জেগে উঠেছে সিক্সার্স। তিন ম্যাচ পর জয়ে ফিরল সিলেট।
সুরমা পাড়ের দলটির হয়ে প্রথমবার সিক্সার্সের জার্সিতে মাঠে নেমে ব্যাটে ঝড় তুললেন জেসন রয়। সোহেল তানভির নেতৃত্বের ভার মুক্ত হয়ে দারুণ খেললেন। সব মিলিয়ে শুক্রবার রাজশাহী কিংসের বিপক্ষে ৭৬ রানের জিতেছে সিলেট।
ছুটির দিনে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে সিলেট তুলে ৬ উইকেটে ১৮০ রান। জবাব দিতে নেমে ১৮.২ ওভারে রানে ১০৪ অলআউট রাজশাহী।
ব্যাট হাতে ১০ বলে ২৩ আর বল হাতে ১৭ রানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সোহেল তানভির।
১৮১ রানের লক্ষ্যে নেমে রাজশাহী তেমন কিছুই করতে পারেনি। সবাই যখন পতনের মিছিলে তখন যা একটু লড়েছেন মোহাম্মদ নাওয়াজ। তিনি ৪১ বলে ৬ চার ও ১ ছয়ে করেন ৫০ রান। সিলেটের হয়ে তানভির ৪ ওভারে ১৭ রানে নেন ৩টি উইকেট। ২২ রানে মোহাম্মদ নাওয়াজও নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন কাপালি ও তাসকিন।
এবর আগে সিলেট প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল না হলেও শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়ে। জেসন রয় দুর্দান্ত খেলেছেন। ২৮ বলে চারটি চার ও দুটি ছয়ে ৪২ রান করেন এই ইংলিশ ব্যাটসম্যান। আফিফ ২৯ বলে করেন ২৮ রান। সোহেল তানভির১০ বলে ৪ চারে ২৩ রান।
৪ ওভারে ৪৩ রানে মুস্তাফিজুর রহমান নেন ২টি উইকেট। রাজশাহীর হয়ে কামরুল রাব্বি, আরাফাত সানি, সিকুগে প্রসন্নে ও রেনটেন ডেসকার্ট নেন ১টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
সিলেট সিক্সার্স: ২০ ওভারে ১৮০/৬ (লিটন ২৪, সাব্বির ১, রয় ৪২, আফিফ ২৮, পুরান ১৯, কাপালি ১৬*, নওয়াজ ১১, তানভির ২৩*; রাব্বি ৪-০-৩৩-১, সানি ৩-০-৩৪-১, মুস্তাফিজ ৪-০-৪৩-২, মিরাজ ৪-০-২৮-০, প্রসন্ন ২-০-১৭-১, ডেসকাট ৩-০-১৭-১)।
রাজশাহী কিংস: ১৮.২ ওভারে ১০৪/১০ (ইভান্স ১, মুমিনুল ৫, মাহমুদ ৫০, ডেসকাট ১২, জাকির ১৬, ইয়ঙ্কার ১, প্রসন্ন ২, মিরাজ ১, সানি ৮, রাব্বি ২, মোস্তাফিজ ১*; তানভির ৪-০-১৭-৩, ইবাদত ৩-০-১৮-০, তাসকিন ৩-০-২০-২, নওয়াজ ৪-০-২২-৩, কাপালি ২.২-০-১৫-২)।
ফল: সিলেট সিক্সার্স ৭৬ রানে জয়ী।
ম্যাচসেরা: সোহেল তানভির।
Discussion about this post