ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্বপ্নের ক্রিকেট খেলছে বাংলাদেশের যুবারা। একের পর এক ধাপ পেরিয়ে এবার গড়ল নতুন এক ইতিহাস। প্রথমবারের মতো জুনিয়র টাইগাররা জায়গা করে নিয়েছে যুব বিশ্বকাপের ফাইনালে। মাহমুদুল হাসান জয়ের শতরানে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠল বাংলাদেশ।
বৃহস্পতিবার পচেফস্ট্রুমে দ্বিতীয় সেমি-ফাইনালে ৬ উইকেটে জয় তুলে নেয় আকবর আলির দল। ২১২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৫ বল হাতে রেখেই দল পা রাখে জয়ের বন্দরে।
এর আগে একবারই সেমি-ফাইনালে খেলেছিল বাংলাদেশ। ২০১৬ আসরে দেশের মাঠে হয়েছিল তৃতীয়। রোববার ফাইনালে বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ ভারত।
কিউইদের হারিয়ে টানা নবম জয় পেল বাংলাদেশ। যুব ওয়ানডেতে এটাই তাদের সেরা ধারাবাহিক ফল।
ফাইনালে উঠার লড়াইয়ে ১০০ রানের অসাধারণ এক ইনিংস খেলেন মাহমুদুল। যুব ওয়ানডেতে এটি তার চার নম্বর সেঞ্চুরি। ১২৭ বলের ইনিংসে ছিল ১৩টি চার।
এর আগে শক্তিশালী নিউজিল্যান্ডকে ২১১ রানে আটকে দিতে বড় ভূমিকা রাখেন শরিফুল ইসলাম। ৪৫ রানে ৩ উইকেট শিকার করেন বাঁহাতি এই পেসার। দুটি করে উইকেট শামীম হোসেন ও হাসান মুরাদের।
বৃহস্পতিবারসেনওয়েস পার্কে টস জিতে ব্যাট করতে নামা কিউইদের শুরুতেই চেপে ধরে বাংলাদেশের বোলাররা। অফ স্পিনার শামীমের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে তানজিদ হাসানের হাতে ধরা পড়েন রিস মারিউ। তারপর দাপট ধরে রাখে বোলাররা।
জবাব দিতে নেমে ৩২ রানে দুই ওপেনারকে হারিয়ে ফেলা বাংলাদেশকে পথ দেখা মাহমুদুল ও তৌহিদ হৃদয়।
লেগ স্পিনার আদিত্য অশোককে খেলতে গিয়ে স্টাম্পড হয়ে হৃদয়ের বিদায়ে ভাঙে ৬৮ রানের জুটি। হৃদয় ৪৭ বলে করেন ৪০ রান।
তারপর মাহমুদুল ও শাহাদাত হোসেন এগিয়ে নেন দলকে। ৭৭ বলে পঞ্চাশ ছোঁয়া মাহমুদুল ১২৬ বলে পৌঁছান শতরানে। গড়েন ১০১ রানের জুটি। দলকে জিতিয়ে চারটি চারে ৫১ বলে ৪০ রানে অপরাজিত শাহাদাত।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২১১/৮ (মারিউ ১, হোয়াইট ১৮, লেলম্যান ২৪, লিডস্টোন ৪৪, ট্যাশকফ ১০, হুইলার-গ্রিনল ৭৫*, সানডে ১, ক্লার্ক ৭, ফিল্ড ১২, অশোক ৫*; শরিফুল ১০-২-৪৫-৩, শামীম ৬-১-৩১-২, রকিবুল ১০-৩-৩৫-১, তানজিম ১০-১-৪৪-০, মুরাদ ১০-১-৩৪-২, হৃদয় ৪-০-১৮-০)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৪.১ ওভারে ২১৫/৪ (পারভেজ ১৪, তানজিদ ৩, মাহমুদুল ১০০, হৃদয় ৪০, শাহাদাত ৪০*, শামীম ৫*; ফিল্ড ৬-০-২৮-০, ক্লার্ক ৯-০-৩৭-১, হ্যানকক ৭-০-৩১-১, অশোক ১০-০-৪৪-১, ট্যাশকফ ১০-৫৭-১-০, হুইলার-গ্রিনল ২.১-০-১৩-০)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মাহমুদুল হাসান জয়
Discussion about this post