অভিষেক টেস্ট খেলতে নেমেই চমক দেখালেন সাব্বির রহমান রুম্মন। তার ব্যাটে এখন তাকিয়ে গোটা বাংলাদেশ। স্বপ্নের সারথী যেন তিনি। হাফসেঞ্চুরি করেছেন। এবার জয়ের নায়ক হয়ে উঠার পালা। চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় থেকে মাত্র ৩৩ রান দুরে টাইগাররা।
উইকেটে ভরসা হয়ে আছেন সাব্বির রহমান ৫৭ ও তাইজুল ইসলাম ১১ রানে।
এর আগে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন আমিনুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল ও আবুল হাসান। অভিষেক টেস্টে দেশের হয়ে হাফসেঞ্চুরি করারও অনেক নজির আছে। তবে একটা দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন সাব্বির। অভিষেক টেস্টের চতুর্থ ইনিংসে প্রথম বাংলাদেশি হিসেবে হাফসেঞ্চুরি করার রেকর্ড গড়লেন তিনি।
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে রোববার ৫৯ রানে অপরাজিত আছেন সাব্বির। ৯৩ বলের ইনিংসে আছে ৩টি চারের সঙ্গে ২টি ছক্কা। সাব্বিরের সঙ্গী তাইজুল ইসলাম ২৩ বলে ১১ রান নিয়ে লড়ে যাচ্ছেন।
এই অবস্থায় জেতাতে পারলে নিশ্চিত করেই নায়ক বনে যাবেন সাব্বির। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে তার বীরত্বগাঁথা উজ্জ্বল হয়ে থাকবে অনেক অনেক দিন। কিন্তু শেষ দুই ব্যাটসম্যানকে নিয়ে সেই পথ পাড়ি দেয়া সহজ হবে না।
Discussion about this post