ক্যারিবিয়ান ক্রিকেট লিগের (সিপিএল) প্রথম ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল মাত্র ৫ রান। পরশু আরও কম। মাত্র ১ রান করেই সাকিব আল হাসান ধরলেন সাজঘরের পথ। তারপরও অ্যান্টিগা হকবিলসের বিপক্ষে ১২ রানে জিতল তার দল বার্বাডোজ ট্রাইডেন্টস। সাকিব হলেন ম্যাচসেরা!
ব্যাট হাতে রান না পেলে কী হবে? বোলিংয়ে সেই চেনা সাকিব। অধিনায়ক কায়রন পোলার্ড নতুন বল হাতে তুলে দিতেই ব্রিজটাউনের কেনসিংটন ওভালে দেখালেন ঘূর্ণি জাদু। ৪ ওভার বল করে ১ মেডেন নিয়ে ১৬ রান দিয়ে পেলেন ১ উইকেট। ম্যাচ জেতানো নৈপুণ্য! ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বার্বাডোজ করে ১৪৬ রান। দুটি করে উইকেট নেন স্যামুয়েলস ও শেল্ডন কোর্টেরেল। জবাবে সব মিলিয়ে ২০ ওভারে ১৩৪ রানেই আটকে যায় অ্যান্টিগা। ৩ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নেন অ্যাশলে নার্স। ২ উইকেট রায়াড এমরিটের। সাকিবের বোলিং ফিগার ৪-১-১৬-১।
এ নিয়ে সিপিএলে দুই ম্যাচ খেলে দুটিতেই জিতল সাকিবের দল বার্বাডোজ ট্রাইডেন্টস।
সংক্ষিপ্ত স্কোর :বার্বাডোজ : ২০ ওভারে ১৪৬/৮ (কার্টার ৩১, মালিক ৩৩, আকমল ৩০; স্যামুয়েলস ২/১৭)। অ্যান্টিগা : ২০ ওভারে ১৩৪/৮ (চার্লেস ৪৪, স্যামুয়েলস ২৩, রোরের ২৩; নার্স ৪/২৮, এমরিট ২/২৫, সাকিব ১/১৬)। ফল : বার্বাডোজ ১২ রানে জয়ী। ম্যাচসেরা : সাকিব আল হাসান।
Discussion about this post