তাকে নিয়ে সমালোচনার যেন শেষ নেই! অনেকেই বাতিলের খাতায় ফেলে দিয়েছেন তাকে। কিন্তু শহিদ আফ্রিদি এখনো জয়ের নায়ক। এইতো বুধবার তার ম্যাজিকেই প্রথম টি-টুয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এ জয়ে ২ ম্যাচ সিরিজে তারা ১-০ তে এগিয়ে গেল। শুক্রবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টি হবে।
দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪৫ রান করে শ্রীলঙ্কা। ৩৪ বলে ৫০ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নেন সোহেল তানভীর ও সাঈদ আজমল। ৪ ওভারে ২০ রান ১ উইকেট নেন আফ্রিদি।
জবাবে ব্যাট করতে নেমে ঝলসে উঠে আফ্রিদির ব্যাট।
২০ বলে তিন ছক্কা ও দুই চারে করেন অপরাজিত ৩৯ রান। শারজিল খান করেন ৩৪ রান। মোহাম্মদ হাফিজ ৩২ রান। সব মিলিয়ে ১৯.১ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
ম্যাচসেরা শহিদ আফ্রিদি।
Discussion about this post