নামি-দামি সেরা তারকারা যখন একে একে বিদায় নিয়েছেন এবারের উইম্বলডন থেকে, তখন পুরুষ ও মহিলা বিভাগের দুই শীর্ষ বাছাই যথাক্রমে সার্বিয়ার নোভাক জোকোভিচ ও যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস এগিয়ে চলেছেন দুর্দান্ত গতিতে। দু’জনই পৌঁছে গেছেন চতুর্থ রাউন্ড, মানে শেষ ষোলয়। জোকোভিচ তৃতীয় রাউন্ডে ফ্রান্সের জেরেমি চারডিকে সরাসরি ৩-০ সেটে হারান মাত্র ৮৬ মিনিটে। জেতেন ৬-৩, ৬-২ ও ৬-২ গেমে। ব্রিটেনের অ্যান্ডি মারের মতো জোকোভিচও এখন পর্যন্ত তার তিন ম্যাচে তার নয়টি সেটই জিতেছেন। হারেননি একটিতেও।
ওদিকে ১৬টি গ্র্যান্ড স্লাম এককের শিরোপা জেতা ৩১ বছর বয়সী সেরেনা ৪২ বছর বয়সী জাপানের কিমিকো দাতের উইম্বলডন অভিযান শেষ করে দিয়েছেন তৃতীয় রাউন্ডেই। মাত্র এক ঘণ্টায় জাপানিজ এ বয়সী তারকাকে সেরেনা স্রেফ উড়িয়ে দেন ৬-২ ও ৬-০ গেমে। তিন রাউন্ডে একটি ম্যাচ তো হারেননি সেরেনা, গেমই হেরেছেন মাত্র ১১টি। মহিলাদের বিভাগে অঘটন শনিবার রাতে ঘটেছে একটিই। ১৪ নম্বর বাছাই অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুরকে ৪-৬, ৬-২ ও ৬-১ গেমে হারান ২৩ নম্বর বাছাই জার্মানির সাবিনে লিসিস্কি। মহিলাদের বিভাগে চতুর্থ রাউন্ডে আরও উঠেছেন ষষ্ঠ বাছাই চীনের লি না এবং চতুর্থ বাছাই পোল্যান্ডের আগনিয়েস্কা রাদওয়ানাস্কা। শেষ চারে উঠেছেন যুক্তরাষ্ট্রের উঠতি তারকা স্লোয়ানে স্টেফেন্সও।
পুরুষদের বিভাগে চার সেট লড়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন ত্রয়োদশ বাছাই জার্মানির টমি হাস। স্পেনের ফেলিসিয়ানো লোপেজকে হারিয়েছেন ৪-৬, ৬-২, ৭-৫ ও ৬-৪ গেমে। শেষ ষোলতে আরও উঠেছেন অষ্টম বাছাই আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রা, সপ্তম বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচ। পুরুষদের বিভাগেও শনিবার অঘটন ঘটেছে একটি-নবম বাছাই ফ্রান্সের রিচার্ড গাসকুয়েতকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন অস্ট্রেলিয়ার বার্নাড টমিচ।
Discussion about this post