এবারের অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট জেতাটা এখন অস্ট্রেলিয়ার জন্য সময়ের ব্যাপার মাত্র। শনিবার ব্রিসবেন টেস্টের তৃতীয় দিন জয়ের জন্য ৫৬১ রান তাড়া করে দিনশেষে সফরকারীরা ২ উইকেটে ২৪। ‘নিশ্চিত’ হারের শঙ্কা নিয়ে উইকেটে আছেন অধিনায়ক অ্যালিস্টার কুক ১১ এবং শততম টেস্ট খেলতে নামা কেভিন পিটারসেন ৩ রানে। টেস্টে শেষ ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষেই সর্বাধিক ৪১৮ রান তুলে জেতার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ইংল্যান্ডের সেটা অনেক কম। সেই ১৯২৮ সালে অজিদের বিপক্ষে চতুর্থ ইনিংসে নিজেদের সর্বাধিক ৩৩২ রান করে জিতেছিল ইংলিশরা।
শনিবার অজিদের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন অধিনায়ক ক্লার্ক ও ওপেনার ডেভিড ওয়ার্নার। ১ ছক্কা ও ১৩ বাউন্ডারিতে সাজানো ১২৪ রানের ইনিংসটি খেলতে ওয়ার্নার খরচ করেছেন মাত্র ১৫৪ বল। আর ক্লার্কের ব্যাট থেকে ১ ছক্কা ও ৯ চারে এসেছে ঝলমলে ১১৩ রান। ৯৮ টেস্টে এটি তার ২৫তম সেঞ্চুরি। ৭ উইকেটে ৪০১ রান তুলে ইনিংস ঘোষণা করেন ক্লার্ক।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ২৯৫/১০ (ওয়ার্নার ৪৯, ওয়াটসন ২২, স্মিথ ৩১, হাডিন ৯৪, জনসন ৬৪; ব্রড ৬/৮১, অ্যান্ডারসন ২/৬৭)। ২য় ইনিংস : ৪০১/৭ ডি. (ওয়ার্নার ১২৪, ক্লার্ক ১১৩, হাডিন ৫৩; ট্রেমলেট ৩/৬৯, ব্রড ২/৫৫)। ইংল্যান্ড ১ম ইনিংস : ১৩৬/১০ (কারবেরি ৪০, ব্রড ৩২, পিটারসেন ১৮, কুক ১৩; জনসন ৪/৬১, হ্যারিস ৩/২৮, লায়ন ২/১৭)। ২য় ইনিংস: ২৪/২। (৩য় দিন শেষে)।
Discussion about this post