বাংলাদেশ ক্রিকেট দল এগিয়েছে। এখন আর ড্র’য়ের কথা ভেবে টেস্ট খেলতে নামেন না দলের ক্রিকেটাররা। যেমনটা বলছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান, ‘দেখুন ড্র আর ভালো খেলার চিন্তা অনেকদিন আগেই আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা জেতার জন্যই খেলি। পুরো দল সেভাবেই খেলবে।’
সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট খেলতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
এ অবস্থায় দলের নিয়ে সাকিব বলছিলেন,-‘আমাদের বোলিং লাইন আপ বেশ ভাল। এখন যত ভালো বোলিং আক্রমণ হোক ফ্ল্যাট উইকেট হলে ভালো করা কঠিন। যদি স্পোর্টিং উইকেট হয় তাহলে তাদের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য আছে আমাদের।’
উইকেট নিয়ে সাকিব আরো বললেন,-‘আমার কাছে মনে হয় স্পোর্টিং উইকেটই ভালো। যেখানে ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরলে রান পাবে বোলাররা উইকেট পাবে।
এদিকে আইসিসির পুনর্গঠন নিয়ে সাকিব বললেন, ‘আমি চাই খেলতে, সেটা যেভাবেই হোক। আমরা যদি নিয়মিত সিরিজ খেলতে পারি, টেস্ট-ওয়ানডে-টি-টোয়েন্টি খেলতে পারি, তাহলে তাহলেই চলবে।’
সিরিজ সূচি
২৭ জানুয়ারি, ২০১৪ প্রথম টেস্ট মিরপুর
৪ ফেব্রুয়ারি, ২০১৪ দ্বিতীয় টেস্ট চট্টগ্রাম
১২ ফেব্রুয়ারি, ২০১৪ প্রথম টি-টুয়েন্টি (দি/রা) চট্টগ্রাম
১৪ ফেব্রুয়ারি, ২০১৪ দ্বিতীয় টি-টুয়েন্টি (দি/রা) চট্টগ্রাম
১৭ ফেব্রুয়ারি, ২০১৪ প্রথম ওয়ানডে (দি/রা) সিলেট
২০ ফেব্রুয়ারি, ২০১৪ দ্বিতীয় ওয়ানডে (দি/রা) মিরপুর
২২ ফেব্রুয়ারি, ২০১৪ তৃতীয় ওয়ানডে (দি/রা) মিরপুর
Discussion about this post