টস ভাগ্যটা সঙ্গে থাকল না। নিদহাস ট্রফির ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক পর্বের শেষ ম্যাচে খেলা জয়ী দলটি নিয়েই রোববার ফাইনালে মাঠে নেমেছে বাংলাদেশ। একই একাদশ নিয়ে খেলছে টাইগাররা। সাকিব আল হাসানের সঙ্গে স্পিন আক্রমণে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল ইসলাম অপু। পেস আক্রমণে রুবেল হোসেন আর মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে খেলা ভারত দলে একটি পরিবর্তন হয়েছে। মোহাম্মদ সিরাজ বাদ পড়েছেন। দলে ফিরেছেন জয়দেব উনাদকাট।
বাংলাদেশ দল
সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু ও মেহেদী হাসান মিরাজ।
ভারত দল
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিশ পান্ডে, দিনেশ কার্তিক, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল, বিজয় শঙ্কর, শার্দুল ঠাকুর ও জয়দেব উনাদকাট।
Discussion about this post