কেনিয়াকে সামনে পেয়ে রীতিমতো রান উৎসবে মেতে উঠল নিউজিল্যান্ডের যুবারা। এরই পথ ধরে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে রেকর্ড গড়ে তারা। স্বাগতিকরা দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৬ রানের দলীয় স্কোরের রেকর্ড গড়েছে কেনিয়ার বিপক্ষে। রেকর্ড গড়া ম্যাচে নিউজিল্যান্ড জিতে অনায়াসে ২৪৩ রানে। এই ম্যাচে যুব বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন কিউই ব্যাটসম্যান জ্যাকব ভুলা!
বুধবার ‘এ’ গ্রুপের ম্যাচে কেনিয়ার মুখোমুখি হয় নিউজিল্যান্ডের যুবারা। ৫০ ওভার ব্যাট করে মাত্র ৪ উইকেট হারিয়ে ৪৩৬ রান তুলে তারা। এটি যুব বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ম্যাচে বিশ্বরেকর্ড গড়েন উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাকব ভুলা। তিনি ১৪৪ বলে ১০টি চার ও ৫ ছক্কায় ১৮০ রান করে ফিরেন। যা যুব বিশ্বকাপের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। রাচিন রবীন্দ্র ১০১ বলে ৮ চার ও ৩ ছক্কায় ১১৭ ও ফিন আলেন ৪০ বলে ৯০ রান করেন।
যুব বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় স্কোর অস্ট্রেলিয়ার। কেনিয়ার বিপক্ষেই ২০০২ সালে ৪৮০ রানের রেকর্ড ইনিংস গড়ে অজিরা।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড স্কোর: ৪৩৬/৪ (ভুলা ১৮০, রবিন্দ্র ১১৭ ও অ্যালেন ৯০)
কেনিয়া: ১৯৩/৪ (গান্ধি ৬৩)
ফল: নিউজিল্যান্ড ২৪৩ রানে জয়ী
Discussion about this post