মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকা বুঝি জিতেই যাচ্ছে! শেষ ইনিংসে ৪৫৭ রান তাড়া করতে নেমে টেস্ট জিতে নিয়ে প্রোটিয়ারা তাহলে নতুন বিশ্ব রেকর্ড গড়েই ফেলতে চলেছে? কিন্তু কে জানতো এতো নাটক জমা জোহানেসবার্গর?
জয় থেকে ১৬ রান দূরে থাকতে দুর্দান্ত খেলতে থাকা সেঞ্চুরিয়ান ডু প্লেসিস রান আউট! ১৩৪ রানে সাজঘরে তিনি। তখনও ম্যাচ জিততে দক্ষিণ আফ্রিকার চাই তিন ওভারে ১৬ রান। কঠিন কোনো টার্গেট নয়। তবে তাড়াহুড়ো করলে হেরে যাওয়ার ঝুঁকিও প্রচুর। তাই দক্ষিণ আফ্রিকার লেজের সারির ব্যাটসম্যানরা নিরাপদ পথেই হাঁটার সিদ্ধান্ত নেন। ৪৫৭ রানের টার্গেট টপকে দক্ষিণ আফ্রিকাকে বিশ্ব রেকর্ড গড়ার কৃতিত্ব দিতে চায়নি ভারত। শেষ পর্যন্ত জোহানেসবার্গ টেস্টে কেউ জেতেনি। টেস্ট ড্র।
শেষ ইনিংসে দক্ষিণ আফ্রিকার সামনে ৪৫৭ রানের পাহাড়সম টার্গেট দাঁড় করিয়েছিল ভারত। আগের দিন দক্ষিণ আফ্রিকার ২ উইকেট তুলে নেওয়ার পর ভারত বেশ আয়েশ নিয়ে রোববার শেষ দিনের লড়াই শুরু করে। ফাফ ডু প্লেসিস ও এবি ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার স্বপ্নের ভিত তৈরি হয়। এ দু’জন পঞ্চম উইকেট জুটিতে ২০৫ রানের দুর্দান্ত পার্টনারশিপ উপহার দেন।
কিন্তু শেষ রক্ষা হল না। ভারত-দ.আফ্রিকা টেস্ট ড্র। এমন নাটকীয়তায় িজতল আসলে টেস্ট ক্রিকেট!
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ১ম ইনিংসে ২৮০/১০ (কোহলি ১১৯, রাহানে ৪৭; ফিল্যান্ডার ৪/৬১) ও ২য় ইনিংসে ৪২১/১০ (পুজারা ১৫৩, কোহলি ৯৬; ফিল্যান্ডার ৩/৬৮, ক্যালিস ৩/৬৮)
দক্ষিণ আফ্রিকা: ১ম ইনিংসে ২৪৪/১০ (স্মিথ ৬৮; ইশান্ত ৪/৭৯, জহির ৪/৮৮) ও ২য় ইনিংসে ৪৫০/৭ (পিটারসেন ৭৬, প্লেসিস ১৩৪, ডি ভিলিয়ার্স ১০৩; সামি ৩/১০৭)
ফল: টেস্ট ড্র
ম্যাচসেরা: বিরাট কোহলি
http://youtu.be/N-HQLV-oKK4









Discussion about this post