তথ্যপ্রযুক্তি আইনে ৫৩ দিন জেল খাটতে হয়েছে তাকে। সেই ধাক্কা সামলে মাঠে ফিরে প্রথম ম্যাচেই চমক আরাফাত সানির। বল হাতে এই স্পিনার নিলেন ৫ উইকেট। ম্যাচসেরা তিনিই। আর ঢাকা প্রিমিয়ার লিগে তার দারুণ বোলিংয়ে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭৮ রানে হারাল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
বিকেএসপি তিন নম্বর মাঠে দোলেশ্বর করে ২৮৭ রান। জবাবে দিতে নেমে ৫০ ওভার খেলে পারটেক্স করে ২০৯ রান। জামিনে এখন জেলের বাইরে সানি। অবশ্য লিগের মাঝপথেই জামিন শেষ হবে তার!
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম দোলেশ্বর: ৫০ ওভারে ২৮৭/৯ (ইমতিয়াজ ৩৮, মজিদ ৭৭, শাহরিয়ার ০, পুনিত ২৯, মার্শল ৬৩, শরিফুল্লাহ ২১, ফরহাদ ১৬, এনাম জুনিয়র ৫, হাবিবুর ১৯, দেলোয়ার ৩*; কবির ৩/৪১, হাফিজ ২/৫২, শাহানুর ২/৪৭)।
পারটেক্স: ৫০ ওভারে ২০৯/৯ (ইরফান ১৯, তারিক ৭, শাহানুর ০, যশপাল ৭৪, সাজ্জাদ ৪৩, জাকারিয়া ৮, জুবায়ের ২, রাজিবুল ২৬*, মাসুম ২, কবির ১৮, হাফিজ ০*, হাবিবুর ১/৫৬, ফরহাদ রেজা ২/১০, সানি ৫/৩৩, শরিফউল্লাহ ১/৫০)।
ফল: প্রাইম দোলেশ্বর ৭৮ রানে জয়ী
ম্যাচসেরা: আরাফাত সানি
#############
মোসাদ্দেকের ব্যাটে লিগের প্রথম সেঞ্চুরি
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধনী দিনের আরেক ম্যাচে মোসাদ্দেক হোসেনের সেঞ্চুরিতে খেলাঘর সমাজ কল্যাণ সংস্থাকে ৫ উইকেট হারাল আবাহনী লিমিটেড। ফতুল্লায় অনুষ্ঠিত ম্যাচে বুধবার দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান তিনি। এবারের লিগের প্রথম শতরান তার ব্যাটে।
সংক্ষিপ্ত স্কোর-
খেলাঘর: ৫০ ওভারে ২৯৩/৬ (রবিউল ৭৪, পাপ্পু ৩, নাফিস ৭৮, অমিত ৪১, নাজিম উদ্দিন ৩৭, সাদাত ৮, মাসুম ৩১*, ডলার ১৫*; সাইফ উদ্দিন ৩/৪৫, অনিক ২/৬৯, শুভাগত ০/৩৯, মোসাদ্দেক ০/১৮, সাকলাইন ১/৩১, মাহমুদউল্লাহ ০/৩৮)।
আবাহনী: ৪৭.৩ ওভারে ২৯৭/৫ (সাদমান ২৪, শান্ত ৪৫, মাহমুদউল্লাহ ৫৯, মোসাদ্দেক ১১০, মিঠুন ৪২*; ডলার ১/২৪, সাদেকুর ২/৩৬, মাসুম ০/৪৭, রেজাউল ১/৫০, আরিফুল ১/৬২)।
ফল: অাবাহনী ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মোসাদ্দেক হোসেন
Discussion about this post