মনে হচ্ছিল একেবারে অনায়াস জয় বুঝি পেতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এভাবে উইকেট বিলিয়ে আসার মহড়া দিলে কী আর ম্যাচ জেতা যায়। তাদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে রাজস্থান রয়ালস জিতল ১০ রানে।
১৭১ রানের লক্ষ্য সামনে নিয়ে খেলতে নেমে এক পর্যায়ে কলকাতার রান ১৪ ওভারে বিনা উইকেটে ১২১। অধিনায়ক গৌতম গম্ভীর ৫৪ এবং রবিন উথাপ্পা ৬৫ রান। এরপরই বালির বাধের মতো ভেঙ্গে পড়ল কলকাতা। যা একটু লড়লেন সাকিব আল হাসান। করলেন অপরাজিত ২১ রান।
শেষ পর্যন্ত ২০ ওভারে তারা করল ৬ উইকেটে ১৬০ রান। এর আগে আহসেদাবাদে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে রাজস্থান।
ব্যাট হাতে লড়াইয়ের আগে বল হাতে ৪ ওভারে ২৫ রান দিয়ে সাকিব নিয়েছিলেন ১ উইকেট।
আইপিএলে দিনের আরেক ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। ৭ ম্যাচে এটি চেন্নাইয়ের টানা ষষ্ঠ জয়। অন্যদিকে এটি দিল্লির পঞ্চম হার।
সংক্ষিপ্ত স্কোর
রাজস্থান : ১৭০/৬, ২০ ওভার (রাহানে ৩০, নায়ার ৪৪, স্যামসন ৩৭, ওয়াটসন ৩১; বিনয় কুমার ২/৪২, নারাইন ২/২৮, সাকিব ১/২৫)।
কলকাতা : ১৬০/৬, ২০ ওভার (উথাপ্পা ৬৫,গম্ভীর ৫৪, সাকিব ২১*; ওয়াটসন ৩/২১, তাম্বে ৩/২৬)।
ফল : রাজস্থান ১০ রানে জয়ী।
ম্যাচসেরা: প্রবীন তাম্বে।
Discussion about this post