রোজার ঈদের পরই সরগরম হয়ে উঠবে দেশের ক্রিকেটাঙ্গন। পূর্ণাঙ্গ এক সিরিজ খেলতে সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। এরইমধ্যে সফরসূচি চূড়ান্ত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে অতিথি দেশের সঙ্গে তিন ওয়ানডে, দুই ম্যাচের টেস্ট সিরিজ ও একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ জুলাই বাংলাদেশে আসবে পাকিস্তান দল।
এক মাসের এই সফরের ম্যাচ তারিখ এবং ভেন্যু চূড়ান্ত হয়ে গেছে। জানা গেছে সফরে পাকিস্তান দল একটি ওয়ানডে অনুশীলন ম্যাচও খেলবে।
পাকিস্তানের বাংলাদেশ সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। ১৪, ১৬ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ। তার আগে বিকেএসপিতে ১২ জুলাই প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। তারপরই শুরু হবে আসল লড়াই।
তবে গোটা সিরিজটাই মিস করবে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। সংস্কার কাজের কারণে হোম অব ক্রিকেট বাদ দিয়েই সূচি করতে হয়েছে বোর্ডের। এখানে ম্যাচ আয়োজন করতে আরো কিছুদিন সময় লাগবে।
জানা গেছে- ওয়ানডে সিরিজের প্রথম দু’টি ম্যাচ ফতুল্লায় অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম কিংবা সিলেটে করতে চায় বিসিবি। একমাত্র টি-টুয়েন্টি ম্যাচ ও প্রথম টেস্টের ভেন্যু হতে পারে সিলেট অথবা চট্টগ্রাম। ফতুল্লায় হবে সফরের শেষ টেস্ট ম্যাচ। এই সিরিজ শেষ হতেই অস্ট্রেলিয়াকে সামলানোর পরিকল্পনা করতে হবে টাইগারদের। কেননা, আগষ্টেই আসবে অজিরা।
Discussion about this post