ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চট্টগ্রাম টেস্টে হারের শঙ্কায় বাংলাদেশ দল। বৃষ্টি সোমবারের খেলা কেড়ে না নিলে হার অনেকটাই নিশ্চিত। সাকিব আল হাসানরা যখন চাপে তখন দারুণ দাপটে খেলছে জুনিয়র টাইগাররা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের যুবারা তুলে নিয়েছে আরেকটি জয় অধিনায়ক আকবর আলির ব্যাটিং দাপটে নেপালকে সহজেই হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
শ্রীলঙ্কার কলম্বোতে রোববার অনুষ্ঠিত ম্যাচে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। আগের ম্যাচেই সংযুক্ত আরব আমিরাতকে হারায় যুবারা।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬১ রান তুলে নেপাল। চ্যালেঞ্জিং স্কোর জবাব দিতে নেমে ৪৯.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় জুনিয়র টাইগাররা।
খেলায় টস জিতে প্রথমে দল বেছে নেয় ফিল্ডিং। পি সারা ওভালে রিত গৌতমকে (৩২) ফিরিয়ে দলকে সাফল্য এনে দেন রকিবুল হাসান। কিন্তু তারপরই পবন সরাফ ও সন্দীপের ফিফটিতে চ্যালেঞ্জিং স্কোর গড়ে নেপাল। সর্বোচ্চ ৮১ রান করেন পবন। সন্দীপ ৩৭ বলে ৩ চার ও ৩ ছয়ে করেন ৫৬ রান।
তানজিম হাসান সাকিব ৫১ রানে শিকার করেন ২ উইকেট। শাহিন আলম ৫৮ রানে নেন ২টি উইকেট। মৃত্যুঞ্জয়, রাকিবুল, মিনহাজুর ও তৌহিদ একটি করে উইকেট পেয়েছেন।
জবাবে নেমে দুই ওপেনার তানজিদ হাসান ও অনিক সরকার সেতু তেমন কিছুই করতে পারেন নি। কিন্তু মাহমুদুল হাসান ও তৌহিদ হৃদয় তৃতীয় উইকেটে তুলেন ৭৯ রান। মাহমুদুল ফিরলেও অধিনায়ক আকবরের সঙ্গে ৩৪ রানের জুটি গড়েন তৌহিদ। ৬০ রান করে আউট তৌহিদ।
এরপর আকবরের ব্যাটে দাপট। পঞ্চম উইকেটে শামিমকে নিয়ে গড়েন ১৩২ রানের জুটি। ৮২ বলে ১৪ চারে অপরাজিত ৯৮ রান তুলে দলকে জিতিয়ে ফেরেন আকবর। ৪৫ বলে ৪টি চারে ৪২ রানে অপরাজিত থাকেন শামিম।
‘বি’ গ্রুপে বাংলাদেশের পরের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। ১০ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে লড়বে তারা।
সংক্ষিপ্ত স্কোর-
নেপাল অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৬১/৮ (গৌতম ৩২, পবন ৮১, আসিফ ৩, কুশাল ২৮, রোহিত ১৪, সন্দীপ ৫৬, ভীম ২১, রশিদ ৬, কমল ৯*, চৌহান ১*; তানজিম ২/৫১, মৃত্যুঞ্জয় ১/৫৫, রাকিবুল ১/৩২, শাহীন ২/৫৮, মিজানুর ১/৩৫, শামীম ০/৩, হৃদয় ১/২৪)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৯.২ ওভারে ২৬২/৪ (তানজিদ ৯, অনীক ৫, মাহমুদুল ৪০, হৃদয় ৬০, আকবর ৯৮*, শামীম ৪২*; কমল ২/৫৯, রশিদ ১/৪৯, সাগর ০/৩৫, পবন ০/৫০, চৌহান ১/১৭)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী
Discussion about this post