চ্যাম্পিয়ন হিসেবে খেলতে গিয়ে দুঃস্বপ্নের মতোই শেষ হয়েছে মিশন। তাইতো বিশ্বকাপে বাজে ফর্মের কারণে পরিবর্তন আনা হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের কোচিং প্যানেলে। নতুন কোচ করা হয়েছে স্টুয়ার্ট ল’ আর ওয়াসিম জাফরকে। স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ রিচার্ড স্টনিয়ারও হারিয়েছিলেন দ্বায়িত্ব। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার জায়গাতেও নতুন একজনকে খুঁজে নিয়েছে।
স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচের দায়িত্ব পেলেন ইংলিশ কাউন্টি দলের কোচ অ্যালেক্স ক্যারি। লেস্টারশায়ারের সঙ্গে ক্যারির চুক্তি শেষ হবে সামনের সেপ্টেম্বরে। এরপর তিনি যোগ দেবেন জুনিয়র টাইগারদের কোচিং প্যানেলে।
যুব বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত না হলেও রোববার থেকে মূল দল গঠনের কার্যক্রম শুরু করবে বিসিবি। ৪০ জনের প্রাথমিক স্কোয়াড বাছাই করে ক্রিকেট বোর্ড। শনিবার মিরপুরে সেই দল রিপোর্টিং করছে। রোববার থেকে ফিটনেস ট্রেনিং। বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের কোচের দায়িত্ব পেয়েছেন ভারতীয় সাবেক ওপেনার ওয়াসিম জাফর। বিসিবির হাই পাফরম্যান্স দলের সঙ্গে অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্বও থাকবে তার। অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ হয়ে হয়েছেন স্টুয়ার্ট ল।
চার বছর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ফিটনেস ও কন্ডিশনিং কোচের দায়িত্ব পালন করা রিচার্ড স্টোনিয়ারের সঙ্গে এবার নতুন করে আর চুক্তি করেনি বিসিবি।
মিরপুরে ফিটনেস ক্যাম্পের পর আগামী ২৩ জুলাই থেকে বিকেএসপিতে শুরু হবে স্কিল ক্যাম্প। তারপর প্রায় তিন সপ্তাহ চলবে নেট অনুশীলন ও প্রথমিক স্কোয়াডের সদস্যদের নিয়ে অনুশীলন ম্যাচ। তারপরই গঠন করা হবে অনূর্ধ্ব-১৯ দলের মূল দল।
অনূর্ধ্ব ১৯ দলের জন্য ডাক পাওয়া ৪০ ক্রিকেটার
ব্যাটার- শাফাকাত আলমগীর শফি, চৌধুরী মোহাম্মদ রেজওয়ান, মাইনুল ইসলাম তন্ময়, আশিকুর রহমান শিবলি, রেজওয়ান হোসেন, জিসান আলম, নাঈম আহমেদ, শিহাব জেমস, সোহাগ আলি, জাকারিয়া ইসলাম শান্ত, আহরার আমিন, অভিষেক দাস বিল্টু, আরিফুল ইসলাম, শাহ মো. সিফাত বিন ফজল, শাহরিয়ার সাকিব, আশরাফ উদ্দিন ফায়েজ ও আল ইমরান।
উইকেটরক্ষক- রিফাত আলম, সিয়াম হোসেন দিপু ও আদিল বিন সিদ্দিক।
স্পিনার- রাফিউজ্জামান রাফি, আশরাফুল রোহান, মাহফুজুর রহমান রাব্বি, নুরুল হাসান রোমান, পারভেজ রহমান জীবন, মুস্তাফিজুর রহমান, ওয়াসি সিদ্দিক, মাজহারুল হক, শামসুল ইসলাম ইপন ও মাহাথির মোহাম্মদ।
পেইসার- সাজিব আহমেদ, রোহনাত দৌল্লাহ বর্ষণ, তানভীর আহমেদ, একান্ত শেখ, সাইফ আজাদ প্রমি, ইকবাল হোসাইন ইমন, আতিকুর রহমান, শিহাব পাহাড়, আবদুল্লাহ আল তৌফিক ও মারুফ মৃধা।
Discussion about this post